নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: উত্তর কলকাতার বেলগাছিয়া এলাকায় কিছু উগ্রপন্থী কয়েকজন মুসলিম যুবকের উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ জন উগ্রপন্থী প্রথমে ওই যুবকদের নাম জিজ্ঞাসা করে এবং তারপর হঠাৎ করেই শারীরিকভাবে আক্রমণ করে।
এই ঘটনার শিকার হন মহ: সেলিম ওরফে সানি, যিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চোখটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আজ জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করতে যান। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য বিভাগীয় সম্পাদক সাদাব মাসুম, রাজ্য অফিস সেক্রেটারি সাবির আলী এবং হিউম্যান কেয়ার ট্রাস্টের সদস্য ওমর আউয়েস। প্রতিনিধি দল আক্রান্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং রাজ্য জামাআতের পক্ষ থেকে সকল ধরনের সাহায্যের আশ্বাস দেন। তাঁরা এই ঘটনার ন্যায়বিচার দাবি করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct