আপনজন ডেস্ক: আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সংলাপ ও কূটনৈতিক চেষ্টার মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, আমাদের স্র্র্রৃম্মিলিত নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য শান্তিই একমাত্র পথ।
মালালা ইউসুফজাই পাকিস্তান ও ভারতের নেতাদের উত্তেজনা কমাতে, বেসামরিক নাগরিকদের - বিশেষ করে শিশুদের রক্ষা করতে এবং বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মালালা লেখেন, ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু, একে অপরের নয়।
সীমান্তে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে প্রিয়জন হারানো বেসামরিক মানুষদের প্রতি সহানুভূতি জানিয়ে মালালা আরও লেখেন, এই ‘বিপজ্জনক সময়ে’ তিনি পাকিস্তানে তার বন্ধুবান্ধব, পরিবার এবং তাঁর সঙ্গে কাজ করা সব সমর্থক, শিক্ষাবিদ ও মেয়েদের কথা ভাবছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct