দেবাশীষ পাল , মালদা, আপনজন: মদের দোকান বন্ধের দাবিতে জেলাশাসকের কাছে গণডেপুটেশন তুলেদিলেন গ্রামবাসী।মালদাহে বামনগোলা ব্লকের মদনাবর্তী অঞ্চলের উত্তর নয়াপাড়া এলাকার রাধা-গোবিন্দ সেবাশ্রমের প্রায় ৫০ মিটারের মধ্যে মদের দোকান খোলার প্রতিবাদে গর্জে উঠলেন মালদার বামনগোলা ব্লকের মদনাবর্তী গ্রাম পঞ্চায়েতের উত্তর নয়াপাড়া এলাকার মহিলারা।এর আগে প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি বলে অভিযোগ। অবশেষে শুক্রবার সাত সকালে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।মদনাবতী গ্রাম পঞ্চায়েতের উত্তর নয়াপাড়া মহিলাদের অভিযোগ, তাদের এলাকায় জনৈক এক ব্যক্তি মদের দোকান খুলছেন। এজন্য নির্মাণ কাজ শুরু করেছেন। কিন্তু তারা এলাকার মধ্যে মদের দোকান খুলতে দিতে রাজি নন। কারণ যে স্থানে মদের দোকান খুলতে চলেছে তার ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে রাধা-গোবিন্দ সেবাশ্রম। এছাড়াও এলাকায় মদের দোকান খুললে এলাকায় মদ্যপদের দৌরাত্ম বেড়ে যাবে। এলাকার পরিবেশ নষ্ট হবে। তাই মদের দোকান বন্ধের দাবীতে তারা আন্দোলনে নেমেছেন। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। এই অবরোধের ঘটনার খবর পেয়ে বামনগোলা থানার নালাগোলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় আন্দোলনকারীদের বক্তব্য এক্সসাইজ দপ্তরে জানানো জন্য বলা হয়।পুলিশের পরামর্শ অবরোধ তুলে দেওয়া হয়।তবে শুধু অবরোধে থেমে থাকেনি শুক্রবার মহিলারা অবরোধের পর জোটবদ্ধ হয়ে মালদা জেলাশাসকের দপ্তরে যান। জেলাশাসকের কাছে তারা মদের দোকান বন্ধের দাবী জানিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। গ্রামবাসীদের কথায় তাদের এলাকায় ঘন বসতি রয়েছে। পাশেই মন্দির রয়েছে তারমধ্যে এলাকায় মদের দোকান খুললে এলাকার পরিবেশ নষ্ট হবে। মহিলারা রাত-দিন চলাচল জন্য বাড়ির বাইরে বেরোতে সমস্যায় পড়বেন। তাই লোকালয় থেকে অন্যত্র মদের দোকান সরানোর দাবী জানাতে জেলাশাসকের কাছে অভিযোগ জানান।এর পরেও যদি কাজ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct