আপনজন ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে রোহিঙ্গাদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে গেছে। এতে প্রায় ৫০ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটিতে ১৫০ জনের মতো যাত্রী ছিলেন।বুধবার প্রদেশটির কুয়ালা বুবোন সৈকত উপকূলরেখা থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৬ মাইল) দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে। নৌকাটিতে কয়েক ডজন রোহিঙ্গা মুসলিম শরণার্থীকে ছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।জেলেরা নৌকাটিতে থেকে চার নারী ও দুই পুরুষসহ ছয়জনকে উদ্ধার করে তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যান। সেখানে গিয়ে তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ফয়সাল রহমানের সঙ্গে কথা বলেন। রহমান বলেন, উদ্ধার হওয়া জীবিতরা তাকে বলেছেন, অনেকেই পানিতে ডুবে মারা গেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, হতাহতের সঠিক সংখ্যা আমরা নিশ্চিত করতে পারছি না। তবে উদ্ধার হওয়া ছয়জন জানিয়েছেন- অনেকে মারা গেছেন। তাদের অনুমান, নৌকাটি ডুবে যাওয়ার সময় প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct