আজিজুর রহমান , গলসি, আপনজন: আবাস যোজনা তালিকা থেকে নাম বাতিল হওয়ার ঘটনায় পূর্ব বর্ধমানের গলসি ২ ব্লকের প্রশাসনের দ্বারস্থ হলেন এলাকার বেশ কিছু বাসিন্দা। এদিন এলাকার বিভিন্ন গ্রামের মানুষ বিডিও অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক কী কারণে নাম বাদ গেছে, সেটাও স্পষ্ট নয় তাঁদের কাছে। বেলগ্রামের বাসিন্দা বন্দনা মালিক বলেন, “আমাদের নাম তালিকায় ছিল, এমনকি সার্ভেও হয়েছে। কিন্তু কী কারণে নাম বাদ গেল, সেটাই আমরা বুঝতে পারছি না।” প্রশাসন সঠিক ভাবে তদন্ত করে দেখে ব্যবস্থা নিলে আমার মতো বহু মানুষের উপকার হবে। অনেকের দাবী, যারা পাবার উপযুক্ত তাদের নাম বাতিল হয়েছে। কেন এমন হল সেই বিষয়টি তারা বুঝতে পারছে না। সেই জন্য তারা বিডিওকে বিষয়টি লিখিত ভাবে আবেদন করছেন। ব্লকের খানো অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মঙ্গলদ্বীপ সামন্ত বলেন, “যাঁদের কাঁচা বাড়ি আছে, যাঁরা বাস্তবিকই অসুবিধায় আছেন, তাঁদের অনেকের নাম বাদ পড়েছে। অথচ যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম তালিকায় রয়েছে।” পাবার উপযুক্ত গরীবদের ঘর দিতেই তো আমাদের মুখ্যুমন্ত্রী উদ্দ্যোগ নিয়েছেন। আমি চাই “যারা সরকারী আবাস যোজনার ঘর পাবার উপযুক্ত তাদের বিষয়টি দেখে ব্যবস্থা নিক ব্লক প্রশাসন।”এ বিষয়ে গলসি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হেমন্ত পাল জানান, “২৭ নভেম্বর তালিকা প্রকাশিত হয়েছে এবং সাতদিন সময় দেওয়া হয়েছে। যদি কোনো যোগ্য ব্যক্তির নাম ভুলবশত বাদ পড়ে, তবে তিনি সাতদিনের মধ্যে আবেদন করতে পারবেন। সেই আবেদন গ্রামসভার মাধ্যমে অনুমোদিত হলে নাম তালিকায় পুনরায় যুক্ত হবে।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct