মোহাম্মদ সানাউল্লা , লোহাপুর, আপনজন: যত রকম দুর্নীতি অপকর্ম নলহাটি ২ নং ব্লক এলাকায়। আবারও রুপশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দিতে কাগজপত্রে বিবাহিত মহিলাকে অবিবাহিত সাজিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুর ২ নম্বর পঞ্চায়েত প্রধান বিবাহিত মহিলাকে অবিবাহিত বলে টাকার বিনিময়ে অবিবাহিত সার্টিফিকেট দিচ্ছেন বলে অভিযোগ। তার প্রমান সহ প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানালেন পঞ্চায়েত প্রধানের গ্রামের বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার বীরভূম জেলাশাসক বিধান রায় ও জেলা পুলিশ সুপার রাজ নারায়ন বসুর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তারা। তাদের অভিযোগ রূপশ্রী ও কন্যাশ্রী প্রকল্পের সরকারি টাকা পাইয়ে দিতে অর্থের বিনিময়ে বিবাহিত মহিলাদের অবিবাহিত শংসাপত্র দিয়েছেন তৃণমূল পরিচালিত ভদ্রপুর ২ নং পঞ্চায়েত প্রধান তনুজা খাতুন। ওই পঞ্চায়েতের মোস্তফাডাঙ্গা পাড়া গ্রামের অভিযোগকারী আজাহার আলী, সুজন শেখ রাহুল শেখ এদের অভিযোগ পঞ্চায়েত প্রধান অর্থের বিনিময়ে বিবাহিত মহিলাদের অবিবাহিত শংসাপত্র দিয়েছেন। যাদের অনেকের ২০২১ সালে কারো আবার চার পাঁচ মাস আগে বিয়ে হয়েছে। তাদের বিয়ে রেজিস্ট্রির কাগজ প্রমাণ সহ প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। সেই সঙ্গে সরকারি টাকা তছরুপ বন্ধ করার পাশাপাশি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার অর্জিও জানিয়েছেন তারা। তবে এই অভিযোগ এই ব্লকে প্রথম নয়। এর আগে ২০২২ সালে এই ব্লকে রূপশ্রী প্রকল্পের জালিয়াতি চক্রের পর্দা ফাঁস হয়েছিল। যদিও তখন উপভোক্তাদের নামে থানায় বিডিওর তরফে লিখিত অভিযোগ করা হয়।শেষমেষ উপভক্তারা টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। কিন্তু সেই দুর্নীতির সঙ্গে যে চক্র জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত সেই তিমিরই থেকে গিয়েছে বলে অভিযোগ করেছেন নলহাটি ২ নং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কালাম শেখ। তবে এই পঞ্চায়েত প্রধান তনুজা খাতুন তিনি বলেন, অভিযোগকারীরা পারিবারিক আক্রোশের জেরেই চক্রান্ত করে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তোলেন। তবে তিনি কতটা নিয়ম মেনে সার্টিফিকেট প্রদান করেছেন তার তদন্ত করে দেখছেন নলহাটি ২ ব্লকের বিডিও রজত রঞ্জন দাস সহ বীরভূম জেলা প্রশাসনিক কর্তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct