সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: স্কুলের প্রাচীর চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। কেশপুরের গুনহারা গ্রামের ঘটনা।মৃত যুবকের নাম সেখ আজহারুল আলী(১৭)। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে বুধবার বিকাল ৪টা নাগাদ কেশপুরের গুনাহারা প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ওই গ্রামের এক যুবকের। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতাল ও পরে মেদিনীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের গেট সংলগ্ন প্রাচীরের পাশে কয়েকজন কিশোর ছিল। বৃষ্টি ও ঝড়েতে ওই বিদ্যালয়ের পাঁচিলের কিছু অংশ বসে গিয়েছিল। হঠাৎ করে প্রাচীর ও গেট ভেঙে পড়ে । বাকিরা দৌড়ে পালিয়ে যায় কিন্তু ওই যুবকের শরীরের নিচের অংশেতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় । এই ঘটনায় এলাকায় চোখের ছায়া নেমে আসে। এই ঘটনার জন্য কেশপুর ব্লক প্রশাসন ইতিমধ্যেই ১০ হাজার টাকা উক্ত পরিবারকে দিয়েছে। বিডিও কৌশিশ রায় জানিয়েছেন,বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে এক্স গ্রাসীয়া হিসেবে দু লাখ টাকা দেওয়া হবে এবং বিদ্যালয়ের প্রাচীর ও গেট নতুন করে নির্মাণ করার জন্য আবেদন জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কেশপুরের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক সিংহ, বি ডি এম ও কৌশিক অধিকারী, তৃণমূল ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই,মন্ত্রী শিউলি সাহার প্রতিনিধি সমাপ্তি রায়, সাংসদ দেবের প্রতিনিধি সঞ্জয় পান সহ অন্যান্যরা মৃতর বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে আসেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct