আপনজন ডেস্ক: রাজ্য সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের ১৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের আসন সমঝোতা যখন চলছে, তখনই এই ঘোষণা এল। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ১৬ জন প্রার্থীর মধ্যে ১৪ জনই নতুন ও তরুণ। কলকাতা দক্ষিণ থেকে সিপিএমের সায়রা শাহ হালিম, দমদম থেকে সুজন চক্রবর্তী, যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্য, শ্রীরামপুর থেকে দীপ্তিতা ধর এবং তমলুক থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে বামফ্রন্ট।উল্লেখযোগ্যভাবে, সিপিএম ১৩টি আসনে এবং তাদের শরিকরা তিনটি আসনে প্রার্থী দেবে।বিমানবসু আরও বলেন, বামফ্রন্টের সব নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর ১৬টি আসনে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা মাত্র ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। প্রদেশ কংগ্রেসের নেতারা বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন তাদের হাইকমান্ডের সঙ্গে কথা বলতে। সুতরাং, তারা ফিরে আসুক এবং তারপরে আমরা আলোচনা করব। দেখা যাক কী হয়। এদিন আসন বন্টন নিয়ে বামফ্রন্টের শরিক দলগুলোর সঙ্গে তর্ক বাধে। আইএএসফের সঙ্গে জোট হচ্ছে কিনা তা নিয়ে কোনও সিদ্দান্তের কথা জানানো হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct