আপনজন ডেস্ক: ফ্রান্সের উত্তরাঞ্চলে ইংলিশ চ্যানেলে পৌঁছনোর জন্য যাত্রা করা একটি ছোট নৌকা ডুবে সাত বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ডানকার্কের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে ডুবে যাওয়ার সময় নৌকাটিতে ১৬ জন অভিবাসী ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, নৌকাটি ‘এত বেশি লোক বহন করার জন্য উপযুক্ত আকারের ছিল না।’ এতে আরো বলা হয়েছে, মেয়েটির মা-বাবাকে ডানকার্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা আরো তিন সন্তানকে নিয়ে ভ্রমণ করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ প্রেফেট ডু নর্ড বলেছে, এক ব্যক্তি হাঁটার সময় পুলিশ ও দমকলকর্মীদের ডুবে যাওয়া নৌকাটির বিষয়ে সতর্ক করেছিলেন। একটি বিবৃতিতে তারা বলেছে, কর্মকর্তাদের ধারণা, নৌকাটি ‘সম্ভবত চুরি করা হয়েছে’ এবং সেখানে থাকা লোকদের জন্য যথেষ্ট বড় ছিল না। প্রেফেট ডু নর্ড জানিয়েছে, এক দম্পতি তাঁদের চার সন্তানের সঙ্গে নৌকায় ছিলেন এবং ওই মা গর্ভবতী।তাঁদের পরিচয় খোঁজা হচ্ছে। এই দম্পতির সাত বছর বয়সী মেয়েই ডুবে মারা গেছে। এ ছাড়া দুই পুরুষ এবং ছয় শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।ডানকার্কের প্রসিকিউটরদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, এ ঘটনায় ‘বেশ কয়েকজনকে হেফাজতে রাখা হয়েছ’।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct