নিজস্ব প্রতিবেদক, সন্দেশখালি, আপনজন: বুধবার রাত থেকে এলাকায় যেভাবে দুস্কৃতী তান্ডব চলছে আজও তা অব্যাহত। আজ জেলা তৃণমূলের জেলা পরিষদ সদস্য শিবু হাজরার ৩ টি পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। একটি বাচ্চাদের কিন্ডারগার্টেন স্কুলে তান্ডব চালায় দুষ্কৃতীরা। বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্য পুলিশের ডিআইজি বারাসত রেঞ্জ সুমিত কুমার। তিনি জানান, এলাকায় গন্ডগোল পাকানোর অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। সুমিত কুমার বলেন, দুস্কৃতীরা পোল্ট্রি ফার্মে ভাঙচুর করেছে, আগুন লাগিয়ে দিয়েছে। আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে এটাই জানাতে চাই, যারাই এই কাজ করছে যে পুরুষ মহিলা যেই হোন এমনকী যারা এই ঘটনার পেছনে উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। যদি কারো কোন অভিযোগ থাকে সেটা আমরা সমাধান করা হবে। যদি কেউ আইন হাতে নেয় তাহলে ছাড়া হবে না। তিনি বলেন, যেহেতু এলাকাটি খুবই দুর্গম সেকারনে দুস্কৃতীরা সুযোগ নিয়েছে। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত সন্দেশখালির মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। সুকুমার বলেন, কিছু দুস্কৃতী পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে, ভাঙচুর করে ব্যাপক তান্ডব চালিয়েছে, একটা কেজি স্কুলে তান্ডব চালিয়েছে। আমরা এলাকার মানুষকে কোন প্ররোচনায় পা না দিতে আবেদন করেছি।
অন্যদিকে, সন্দেশখালিতে ৫১ ঘণ্টা পার হয়ে গেলেও যে বহিরাগতরা গোলমাল পাকাচ্ছে তাদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। নবান্নে সাংবাদিক রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) মনোজ ভার্মা এ কথা জানান। গত তিনদিন ধরে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তার ওপর নজর রাখছে পুলিশ। কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে কাদের মদত আছে, সব বিষয়টি চিহ্নিত করতে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার নবান্নে রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা মনোজ ভার্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান। তিনি বলেন, যারা গোলমাল পাকাচ্ছে এবং যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সব বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। তবে অভিযোগ দেওয়া মাত্র পুলিশ তদন্তে এখনি ব্যবস্থা গ্রহণ করবে সেটা সম্ভব নয়। কারণ সব বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তের পর সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার দুপুরের দিকে বেশ কিছু ঘটনা ঘটেছে। কিন্তু বিকেল থেকে সন্দেশখালি, জেলিয়াখালি এইসব এলাকায় পরিস্থিতি শান্ত আছে বলে দাবি করেন রাজ্য পুলিশেরএডিজি(আইন শৃঙ্খলা) মনোজ ভার্মা। একই সঙ্গে রাজ্য পুলিশের এডিজি(আইন শৃঙ্খলা), তিনি কেউ কোন অভিযোগ করলে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে তদন্ত করে বলেও আশ্বাস দেন। এদিকে সন্দেশখালিতে শুক্রবার দুপুরে অস্ত্র হাতে বহিরাগতদের দাপাদাপি করতে দেখা যায়। শুক্রবার বিকেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মানুষজন। গ্রামের মানুষদের দাবি যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এদিকে বারাসতের ডিআইজি স্পষ্ট জানিয়ে দেন, যারা মদত দিচ্ছেন, গ্রামবাসীদের ক্ষিপ্ত করছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। এদিকে, জেলিয়াখালীতে সাধারণ মানুষের জমি জোর করে দখল করে তাতে পোল্ট্রি ফার্ম করেছিল বলে অভিযোগ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। বুধবারের পর ফের শুক্রবার সকাল থেকে সেই সব জমি দখলের নামল গ্রামবাসীরা। তারা শিবপ্রসাদের পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ দেখায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct