নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে বিপত্তি। হাওয়ায় একটি ওভারহেড তোরণ ভেঙে পড়ে রেড রোডে। জখম হন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। মাথায় ও ঘাড়ে চোট পেয়েছেন তিনি। ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তার মাথায় গুরুতর চোট লেগেছে।কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে বিপত্তি, তোরণ ভেঙে জখম পুলিশকর্তা মুরলীধর শর্মা। কি করে এই অঘটন ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। হাফ ম্যারাথনে অংশ নিয়েছিলেন সৌরভ, দেব, সহ একাধিক সেলিব্রেটিরা। রবিবার ভোরে কুয়াশার মধ্যে যখন প্রচন্ড হাওয়া বইছিল সেই সময় রেড রোডের ওপর ওভারহেড থাকা তোরণটি হুড়মুড় করে ভেঙে পড়ে।এই হাফ ম্যারাথন দৌড়ের জন্য রেড রোড সহ ধর্মতলার বিস্তীর্ণ অঞ্চলে সকাল থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করে কলকাতা পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct