এম মেহেদী সানি, দেগঙ্গা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত রাজ্য সরকারের সবুজশ্রী প্রকল্পের অনুসরণ করে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের সোহায়-শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল সবুজের অভিযান শীর্ষক কর্মসূচি ৷ সোহাই কুমারপুর ফুটবল খেলার মাঠে সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ওই কর্মসূচীর আওতায় ৪৩০ জন নবজাতক কোলে মায়েদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় । কর্মসূচির উদ্দেশ্য হিসাবে সোহায়-শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইত্তেসাম খাতুন বলেন, ‘প্রতিটি সন্তানের আর্থিক নিরাপত্তার পাশাপাশি এলাকার সবুজায়নের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ ৷’ উপস্থিত ছিলেন দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র, কুটির শিল্প ও বিদ্যুৎ কর্মাধক্ষ্য মফিদুল হক মিন্টু সাহাজী ৷ সোহায়-শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের “সবুজ রক্ষা স্বপ্ন দেখা” কর্মসূচী নিয়ে সন্তোষ প্রকাশ করে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প পরিষেবার কথা তুলে ধরেন ৷ উপস্থিত ছিলেন বারাসাত হাসপাতালে শিশু বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক সুজন মন্ডল, অজিদুল হক রিঙ্কু সাহাজি সহ অন্যান্য জনপ্রতিনিধিরা ৷ প্রসঙ্গত রাজ্য সরকারের সবুজশ্রী প্রকল্পের মধ্যে দিয়েও রাজ্যের প্রতিটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাদের পরিবারের হাতে একটি গাছের চারা তুলে দেওয়া হয়ে থাকে এবং গাছটির নামকরণ করা হয় নবজাতক শিশুটির নামানুসারে । ধীরে ধীরে ছোট শিশুটির সঙ্গেই বেড়ে উঠবে সেই গাছের চারাটি । শিশুর পরিবারকেও গাছের চারাটিকে নিজের শিশুর মতো করেই লালনপালন করতে হবে ও পরবর্তীকালে শিশু বড় হয়ে গাছটি তার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে । প্রয়োজন পড়লে প্রাপ্তবয়স্ক হয়ে সে আর্থিক কারণেও গাছটি ব্যবহার করতে পারবে ৷ সবুজায়নের প্রয়োজনীয়তার স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মেকে সুরক্ষিত করতে মূলত পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct