আপনজন ডেস্ক: আমরা সেবায় বিশ্বাস করি। রামকৃষ্ণের আদর্শ মেনে যত মত তত পথ বিশ্বাস করি। ওখানে যা হচ্ছে সেটা মরণকালে হরিনাম। শনিবার যে অমৃত ভারত ট্রেনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গে মন্তব্য করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরোও বলেন,আমার এক দাদা কাল বন্দে ভারতে এল। বলল ট্রেন যত স্পিডে চলছে লাইন সেভাবে তৈরি নয়। ট্রেন থর থর করে কাঁপতে কাঁপতে যাচ্ছে। আগে যাত্রী সুরক্ষায় জোর দিন। সেলফি তোলা ছেড়ে পরিকাঠামো গড়ে তুলুন, মন্তব্য ফিরহাদের। কলকাতা পৌরসভার মেয়র শনিবার ইসলামিয়া হাসপাতালের সুপার স্পেশালিটি সিস্টেমের উদ্বোধন করে বলেন, পশ্চিমবঙ্গে সবাইকে নিয়ে পথ চলা হবে। ধর্ম জোর করে, ভয় দেখিয়ে, চমকে করানো যায় না। ভালোবাসার মধ্যে কি বিশ্বাসের মধ্যে দিয়ে মানুষের জন্য কাজ করলে সেটাই বড় ধর্ম, মন্তব্য ফিরহাদের।
মমতা ব্যানার্জির কাজ যাতে দেশের কাছে প্রচার না পায় তাই প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো বাদ দেওয়া হয়েছে। ওরা ভয় পাচ্ছে। মমতার কাজ প্রচারে এলে মোদীর ওপর মানুষ বিশ্বাস হারাবে। প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গর ট্যাবলো বাদ যাওয়া প্রসঙ্গে, এই মন্তব্য করেন ফিরহাদ হাকিম।
শনিবার কলকাতা পৌরসভায় সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন ফিরহাদ হাকিম। মানুষকে আরো সচেতন হতে হবে। কয়েকটা বেআইনি বাড়ি নিয়ে অভিযোগ হচ্ছে। আমরা সপ্তাহে ৩০ টি বাড়ি ভাঙার নোটিশ দিচ্ছি।
মেয়র বলেন, টালিগঞ্জ টিপু সুলতানের পরিবারের অনেক ওয়াকফ সম্পত্তি আছে। সেটা স্থানীয় কিছু মানুষ দখল করে নিয়েছে। ওয়াকফ বোর্ড আমাদের নোটিশ করেছে। যতক্ষণ আমরা অনুমতি দিলে তারপরে তারা অনুমতি দেবে।বিপ্লব যতীন দাসের বাড়ি প্রমোটিং
করার চেষ্টা চলছে। তার উত্তরে তিনি জানান, যদি হেরিটেজ কমিটি অনুমতি না দেয় তবে কেউ ভাঙতে পারবে না ।শনিবার ১৫ নম্বর বোরোতে ৪৩২ টি পুকুর রয়েছে তার তালিকা প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান যে সমস্ত পুকুর কে ঠিকানা দিয়ে দেওয়া হল সেগুলো যাতে বোঝানো না হয় তাতে লক্ষ্য রাখতে হবে।
এছাড়াও বামফ্রন্ট আমাকে ৪৫০ টি পুকুর বুজিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মেয়র। যারা স্থানীয় ভাবে পরীক্ষা করে জানিয়ে ছিল সেই রেকর্ডের অনুযায়ী সেই পরিসংখ্যান আছে। তখন কিছু ছিল না রেকর্ড। এখন আমরা দৌড়ে যাচ্ছি বলে সার্ভে রিপোর্ট তৈরি হয়েছে বলে জানান মেয়র।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct