হয়তো একদিন..
শংকর সাহা
উচ্চশিক্ষিত সৌম্য চাকরির জন্যে হন্যে হয়ে ঘুরেছে তিন বছর। এইদিকে সংসারের যা হাল তাতে একটি চাকরি না পেলে অসুস্থ বাবার চিকিৎসা করানো প্রায় অসম্ভব হয়ে পড়ে সৌম্যের। একদিন দৈনিক সংবাদে চাকরির বিজ্ঞাপন দেখে সে। চাকরিটি ছোটো হলেও মাসে নগদ পাঁচ হাজার টাকা করে দেবে। তাই অঙ্কে এম.এস.সি করেও কেয়ারটেকারের চাকরিতে আবেদন করে সে। সেদিন ছিল বুধবার। চাকরির প্রথম দিন। পুরোনো জামা-প্যান্টগুলোই পরে অফিসে যায় সে। মস্ত বড় অফিস,অনেক স্টাফ।অফিসে যেতেই এক সহকর্মী বলে বসলেন,” নতুন বুঝি, তা কবে থেকে? কি? অফিস আ্যাসিসটেন্ট না অ্যাকাউন্টসে? কোন পদে?” লজ্জায় মাথা নিচু করে সৌম্য বলে ,”আমি কেয়ারটেকার। অনেকের মুখে সেদিন ছিল বিদ্রুপের হাসি। অফিসের সমস্ত দায়িত্ব সামলে বিধ্বস্ত শরীরে সন্ধ্যে বেলায় বাড়ি ফিরে আসে সে। বাড়িতে ফিরে অসুস্থ বাবার মুখের দিকে চেয়ে নিজের কাজটিকে আর ছোটো মনে হয়না তার।তবে শুয়ে তার মনে পড়তো অফিসের সকলের ব্যঙ্গের কথাগুলো। নিজেকে আজ বড় সইয়ে নিয়েছে সৌম্য।একদিন অফিসের তারকবাবুর ফাইলে ইংরেজী লেখাতে ভুল ধরিয়ে দিয়েছিলো বলে কম অপমান সইতে হয়নি সৌম্যকে।সকলে সেদিন অপমান করতে ছাড়েনি তাকে। হঠাত অফিসের বস রিনি ম্যাম এসেই ব্যস্ততা দেখাতে থাকে। অফিসের অ্যাকাউন্টসের সব ফাইল হারিয়ে গেছে। কিন্তু আজকের মধ্যে সবকিছুর রিপোর্ট জমা করতে হবে। অফিসে সবার মধ্যে ব্যস্ততা দেখা যায়। সৌম্য সমস্ত বিষয়টি বুঝতে পারে।“ কিছু বলবে সৌম্য,” চায়ের কাপটি হাতে নিয়ে অফিসের সাহেব বলে ওঠে। সৌম্য অকপটে বলে ওঠে, “...স্যর, আমি আপনাদের কাজে হেল্প করতে পারি?” “ কি বলছো, ! ..’.তুমি? জানো এগুলো কতো গুরূত্বপূর্ণ?’সৌম্য কথা না বাড়িয়ে অ্যাকাউন্টসের কাজে লেগে পড়ে। এইদিকে সবাই আতঙ্কিত। যদি সে কিছু ভুল করে? সে সমস্ত ফাইল রেডি করে টেবিলে রেখে চা করতে যায়। সবার জন্যে চা করে যখন চেম্বারে ঢুকবে এমন সময় তারকবাবু বলে ওঠে, “ সরি সৌম্য”। সে বুঝতে পারেনা তারকবাবুর কথা। চেম্বারে ঢুকতেই সৌম্যের দিকে চেয়ারটি এগিয়ে দেয় অফিসের বস। সৌম্য হতচকিত হয়ে পড়ে। এরপর সৌম্যের কাছে সবকিছু জানতে চান তিনি।ইতস্তত: বোধ করলেও সে সবকিছু বলে দেয়। সৌম্যের দিকে অফিসের সহকর্মীরা অবাকভাবে তাকিয়ে থাকেন। সৌম্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বস বলে ওঠেন, “ তুমি, এম.এস.সি পাশ। সরি সৌম্য....! এই সরির মানে বুঝতে সৌম্যের আর অসুবিধে হলনা আজ....!
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct