সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ থানার লালবাগ সদরঘাটে যাত্রী বোঝায় চার চাকার গাড়ি ডুবলো ভাগীরথী নদীতে। দূর্ঘটনায় গাড়ির চালক এবং তার স্ত্রী দুজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রের খবর, শুভজিৎ সরকার, তার স্ত্রী সুমন সরকার, তাদের দেড় বছরের শিশুকন্যা সুমেধা সরকার, শুভজিতের বাবা রনজিৎ সরকার, শশুর গোরাচাঁদ দাস, শাশুড়ি বেবি দাস, মোট ৬ জন ওই চারচাকা গাড়ির মধ্যে ছিল।লালবাগ সদরঘাটে নৌকার উপর গাড়িটি নামানোর সময় ব্রেকের জায়গায় এক্সেলেটরে পায়ের চাপ পড়ে এবং গাড়ি দ্রুত গতিতে নৌকার উপর দিয়ে উড়ে গিয়ে ভাগীরথী নদীতে পড়ে। তৎক্ষণাৎ স্থানীয় মানুষজন এবং ঘাটের কর্মচারীরা গাড়িতে থাকা ৬ জনকে উদ্ধারের চেষ্টা শুরু করে, একে একে চারজনকে বের করা গেলেও গাড়ির সামনের সিটে থাকা স্বামী-স্ত্রীর সিটবেল্ট না খুলতে পারায় জলের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে তারা। ৬ জনকেই লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে স্বামী শুভজিৎ সরকার এবং স্ত্রী সুমন সরকারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শিশু সহ বাকি চারজন বর্তমানে স্বাভাবিক রয়েছে। তাদের বাড়ি বহরমপুর থানার ইন্দ্রপ্রস্থ-সৈদাবাদ এলাকায় বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে সাময়িকভাবে লালবাগ সদরঘাটে নৌকা পরিবহন বন্ধ হয়ে পড়ে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদ জেলা জুড়ে।
এই ঘটনার পর থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের দিকে। সরকারের দিকে আঙুল তুলে অনেকের প্রশ্ন; ‘ভাগীরথীর পূর্বপাড়ে মুর্শিদাবাদ শহরের হাজারদুয়ারী, মতিঝিল, কাঠগোলা, কাটরা মসজিদ এবং পশ্চিম পাড়ে খোসবাগ, ডাহাপাড়া জগদ্বন্ধু ধাম এবং দেশের সেরা পর্যটন গ্রাম কিরীটেশ্বরী আছে। অন্যদিকে নবগ্রামে আছে মিলিটারি ক্যাম্প, যেখান থেকে সীমান্তে সৈন্যদের যেতে প্রায় একঘন্টা বেশি পথ অতিক্রম করতে হয়। ভাগীরথী নদী দুই পাড়কে আলাদা করেছে। দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে ব্রিজ তৈরির জন্য দাবী উঠেছে বারংবার, কিন্তু ব্রিজ তৈরি হয়নি। নবগ্রাম বা জেলার পশ্চিম এলাকা থেকে লালবাগ আসতে হলে, হয় বহরমপুর ব্রিজ অথবা জঙ্গিপুর ব্রিজ পার হয়ে আসতে হয়। নয়তো ঝুঁকি নিয়ে লালবাগের বিভিন্ন ঘাট নৌকায় পার হতে হয়। ঝুঁকিপূর্ণ এই যাতায়াতে বিভিন্ন সময় বিভিন্নবার দূর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দূর্ঘটনা মারাত্মক আকার ধারণ করে, কেড়ে নেয় দুটি প্রাণ। কিন্তু দাবি উঠলেও তৈরি হয়নি ব্রিজ। আর যে কারনে বাবা-মা হারা হলো দেড় বছরের শিশুকন্যা।’ মানুষ চাইছে, লালবাগ বা জিয়াগঞ্জের মধ্যে একটি স্থায়ী ব্রিজ তৈরি হোক ভাগীরথী নদীর উপর। তাহলে দূর্ঘটনাও কমবে, যোগাযোগ মাধ্যমে আমূল পরিবর্তন আসবে মুর্শিদাবাদ জেলায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct