মাফরুজা খাতুন, বাসন্তী, আপনজন: বাসন্তী ব্লকের নফরগঞ্জ সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামেই রয়েছে নীলকণ্ঠ পুর প্রাথমিক বিদ্যালয়। প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়ে শনিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল ডিজিটাল স্টুডেন্টস এটেন্ডেন্স নামে বিশেষ সিস্টেম। যে সিস্টেমের মাধ্যমে শিশুর অভিভাবক গন সহজেই বুঝতে পারবেন তাঁদের ছেলে বা মেয়ে স্কুলে ঠিকমতো পৌঁছেছে কিনা বা সঠিক সময়ে স্কুল ছেড়েছে কিনা।অত্যাধুনিক এমন পদ্ধতিতে ছাত্রছাত্রী তার স্কুলের আইডেন্টিটি কার্ড একটি ডিভাইসের সামনে ধরলেই তার বাড়ীতে সহজে বার্তা পৌঁছে যাবে। এতে ছাত্রছাত্রীর অভিভাবকগন ভীষণ উপকৃত হবেন। বর্তমানে প্রতি বাবা মায়ের একের অধিক সন্তানের সংখ্যা খুবই কম।তাই তাঁদের সন্তান বাড়ীর বাইরে পা দিলেই চিন্তার অন্ত থাকে না। এই সিস্টেম চালু হওয়ার ফলে যেহেতু গ্রামের স্কুল গুলিতে নিজস্ব গাড়ী নেই,তাই তাঁরা নিশ্চিন্ত হতে পারবেন। তাছাড়া যে ভাবে গ্রামের রাস্তা ঘাটে যানবাহনের সংখ্যা বাড়ছে এবং তার সঙ্গে দুর্ঘটনার মাত্রা বাড়ছে, অভিভাবকদের কাছে মারাত্মক দুশ্চিন্তার বিষয় ছিল। সমগ্র দক্ষিণ ২৪ পরগনা নয়,সারা বাংলায় দ্বিতীয় স্কুল হিসাবে এই সিস্টেমের অধিকারী হল এই স্কুল। বিগত দিনে এমন সিস্টেম চালু করেছিল বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এবার কর্নেল ভুপাল লাহিড়ী মেমোরিয়াল ট্রাস্টের আর্থিক সহযোগীতায় নীলকন্ঠ পুর বিদ্যালয়ে এমন অভিনব অত্যাধুনিক সিস্টেমটি উদ্বোধন করেন দক্ষিন ২৪ পরগণা জেলার সভাধিপতি নীলিমা মিস্ত্রী বিশাল। ছাত্রছাত্রীরা আইডেন্টিটি কার্ড ছোঁয়ালো এবং অভিভাবক গন মুহূর্তে বার্তা পাবেন।এছাড়া একই সাথে বিদ্যালয়ে ডিজিটাল অলটারনেটিভ টু টিউশন নামে আর একটি সিস্টেম উদ্বোধন হয়।যার মাধ্যমে একটি ক্লাসের যে কোন বিষয়ের বিশেষত অংক এবং ইংরাজী ক্লাস রেকোর্ডিং হবে।যা বাংলার বুকে প্রথম। ক্লাসের যে সমস্ত ছাত্রছাত্রীরা অপেক্ষাকৃত অমনোযোগী, পিছিয়েপড়া তাদেরকে ওই ক্লাসকে ফিরে দেখার সুযোগ করে দেওয়া। যাতে তাদের ঘাটতি পূরণ হতে পারে। সিস্টেমটি উদ্বোধন করেন প্রাক্তন তথ্যপ্রযুক্তিবীদ তথা বিশিষ্ট সাহিত্যিক শুভ্রেন্দু রায়চৌধুরী।তিনি প্রসঙ্গক্রমে বলেন, এইমন ধরনের দুটি সিস্টেম সুন্দরবনের আরও চারটি স্কুলে শীঘ্র গড়ে উঠবে।সভাধিপতি নীলিমা মিস্ত্রী বিশাল বলেন,যাতে জেলার অন্যান্য সমস্ত বিদ্যালয়ে এই সিস্টেম চালু হয় আগামীতে তার উদ্যোগ গ্রহন করা হবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাপ্পাদিত্য নস্কর, আব্দুল মান্নান গাজী,বাসন্তী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আতিয়ার রহমান মোল্লা, নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কামিনী সরদার,শিক্ষারত্ন প্রাপ্ত প্রাক্তন শিক্ষক বিবেকানন্দ পাল ও শিক্ষারত্ন প্রাপ্ত চুনাখালী হাটখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই মালি,কলকাতার প্রখ্যাত কবি ও সাহিত্যিক দুর্গাদাস মিদ্যা,কবি-সাহিত্যিক চন্দন চক্রবর্তী, ফটিক চৌধুরী,সুনীল করণ সহ অন্যান্য বিশিষ্টরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct