নিজস্ব প্রতিবেদক, মালদা: এলাকায় মদ বিক্রির দাপট কমাতে এবার পথে নামলেন মহিলারা। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার বীরনগর-২ গ্রাম পঞ্চায়েতের তিনঘরিয়া গ্রামে। মহিলারা রাস্তা অবরোধ করে মদ িবিক্রির প্রতিবাদ জানায়। আন্দোলনকারীদের বক্তব্য মদের দৌরাত্ম অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রামের মানুষ। বিশেষ করে মহিলারা। বেশ কয়েক মাস থেকে চলছে এই মদের দৌরাত্ম্য। তাই
মদ বিক্রির প্রতিবাদ জানিয়ে প্রতিবাদে নামেন মহিলারা। তাদের দাবি অবিলম্বে মদবিক্রি বন্ধ করতে হবে, তানা হলে বড়সড় আন্দোলনে নামবেন তাঁরা বলে প্রশাসনকে সতর্ক করেছেন তারা। গ্রামবাসীদের দাবি, মদের এই অশান্তিতে প্রভাব পড়ছে গ্রামের মানুষের মধ্যে। চুরি, মারপিট, মেয়েদের উপর ইভটিজিং সহ অবাঞ্ছিত ঘটনার জেরে মহিলারা অতিষ্ঠ। মদ্যপদের ভয়ে মেয়েরা বাইরে বেরতে পারছেন না। অতিষ্ঠ হয়ে শনিবার দুপুরে একদল মহিলারা হাজির হন কালিয়াচক থানার সামনে। থানা্র সামনে এসে ক্ষোভ দেখাতে থাকেন তারা। কি করবেন বুঝে উঠতে পারছেন না। পুলিশকে বিষয়টি জানানোর জন্য এখানে এসেছেন। অশান্তি মধ্যে রয়েছি আমরা। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক মহিলা জানান মহিলা বলেন, ‘এলাকায় মদের ভাটি হওয়ার ফলে মদ্যপদের দৌরাত্ম্য বেড়েছে। অন্যান গ্রামের মাতালরা এসে ভিড় জমাচ্ছেন আমাদের গ্রামে। নেশা করে বাড়িতে বাড়িতে স্বামীদের সঙ্গে অশান্তি বেড়েছে আমাদের। গ্রামের মহিলারা আমরা অশান্তিতে রয়েছি। আমরা এখন পুলিশের হস্তক্ষেপ দাবি করছি।’ বিধায়ক চন্দনা সরকার এ প্রসঙ্গে জানান, ‘মদ খেয়ে অশান্তির ঘটনা কোনভাবে কাঙ্খিত নয়। আমি খোঁজখবর নিচ্ছি ওই গ্রামে। গুরুতর অভিযোগ এটি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct