নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: এম জে মেমোরিয়াল স্কুলে “বিহান” নামক এক মনোজ্ঞ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ৪ নভেম্বর। মালদা জেলার উত্তর-পশ্চিম কোন বিহার লাগুওয়া সুলতানগর গ্রাম পঞ্চায়েতের শেষ প্রান্তে জয়রামপুর গ্রামে এই স্কুলটি গত আট বছর আগে গড়ে তুলেছেন সেই গ্রামেরই ভূমিপুত্র প্রফেসর মুহাম্মদ আফসার আলী। তিনি কর্মক্ষেত্রে কলকাতা বাসি হলেও এই গ্রামের তথা এলাকার চরম প্রতিকূল পরিস্থিতি থেকে পড়াশুনো করে অধ্যাপক ও কলেজের অধক্ষ্য হয়েছেন। সেই কথা মাথায় রেখে, এই পিছিয়ে পড়া বিস্তীর্ণ এলাকার ছেলে-মেয়েদের পড়াশুনার জন্য খুব উন্নত মানের ইংরেজি মাধ্যম এই এম জে মেমোরিয়াল স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। সম্পাদক জানান “বিহান” নামে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রতি বছর এই সময় অনুষ্ঠিত হয় এবং একাধিক ভিআইপি শিক্ষাবিদেরা উপস্থিত থাকেন। যেমন গতবার উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ খগেন মুর্মু। এবার উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত দুজন বিশিষ্ট শিক্ষাবিদ - প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন প্রফেসর শ্যামলেন্দু চ্যাটার্জী, সম্পাদক, সারা বাংলা অধ্যক্ষ পরিষদ ও চিত্তরঞ্জন কলেজের অধ্যক্ষ এবং বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন প্রফেসর সাইফুল্লাহ শামীম, আলিয়া ইউনিভার্সিটি ও সম্পাদক, আলিয়া সংস্কৃতি সংসদ। সভায় শিক্ষামূলক আলোচনা ছাড়াও বিশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট ছোট শিক্ষাথীদের দ্বারা মনোজ্ঞ নাটক (বাংলা ও ইংরেজিতে), নাচ, গান, কবিতা ও ছোড়া আবৃত্তি ও অভিনয় অনুষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct