নাজিম আক্তার, সামসী, আপনজন: অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে উত্তরবঙ্গ শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হল শনিবার। সামসি কলেজের মিটিং হলে ‘এনলাইটিং টিচার্স, নার্চারিং ট্যালেন্টস, ট্রান্সফর্মিং সোসাইটি’ এই থিমকে সামনে রেখে প্রাঞ্জল বক্তব্য পরিবেশন করেন সংগঠনের জাতীয় সভাপতি শাইখ আব্দুর রহিম। তিনি বলেন, যেসব শিক্ষিত মানুষ শিক্ষাদান ও উপাসনার মাধ্যমে জীবন যাপন করে তারা সমাজকে পিছিয়ে রাখেন। এই দুটো কাজ ছাড়াও সমাজকে শোধরানোর দায়িত্ব তাদের রয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইসমাইল বর্তমান সময়ে শিক্ষা পদ্ধতিতে শিক্ষকদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। এনরোলমেন্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সাক্ষরতার হারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পেশাগত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নতি হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাচ্ছে। এ ছাড়া দূরশিক্ষা, অনলাইন কোর্স শিক্ষার জগতে এক বিপ্লব সৃষ্টি করেছে। অথচ শিক্ষায় মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। অধ্যাপক আয়াতুল্লাহ ফারুক মোল্লা শিক্ষা ক্ষেত্রে বিপ্লব এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় ভালো শিক্ষকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। তার মতে, শিক্ষকতা পেশাটি সচেতনতা গড়ে তোলার বিষয়ে ব্যর্থ। সাধারণভাবে শিক্ষকদের মাঝে আন্তরিকতার অভাব রয়েছে। শিক্ষার্থীরা প্রকৃত চারিত্রিক উন্নয়ন থেকে বঞ্চিত। এদিনের সভার মূল উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন সংগঠনের রাজ্য সভাপতি মোঃ মহবুল হক। তিনি বলেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সামাজিক পরিবর্তনে নিজেদের দায়িত্বের বিষয়টি বুঝতে হবে ও তাঁদের সন্তানদের শিক্ষকদের হাতে তুলে দিয়ে নিজেদেরকে সম্পূর্ণভাবে দায় মুক্ত মনে করবেন না। অধ্যাপক আমিনুল ইসলাম শিক্ষকদের রোল মডেল হওয়ার পরামর্শ দেন। এদিন কনভেনশনে তিনশো জন শিক্ষক প্রতিনিধি হাজির ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আবেদ আলী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct