রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: মদ্যপ অবস্থায় স্কুলে আসছেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নিমতিতা এলাকার ৪৬ নং শেরপুর প্রাথমিক বিদ্যালয়ে। বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার দুপুরে রঘুপতি সরদার নামে ওই প্রধান শিক্ষককে স্কুলে তালা বন্দি করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মদ খাওয়ার অভিযোগ করলেও এবিষয় নিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্কুলের সহ শিক্ষকদের দাবি, বেশ কিছুদিন থেকেই মানসিক অসুস্থতায় ভুগছিলেন ওই প্রধান শিক্ষক। স্বাভাবিক কারণেই তার অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হচ্ছিল। যদিও মদ খাওয়ার বিষয়টি তারা জানেন না বলেই দাবি করেন সহ শিক্ষকরা। স্থানীয় নিমতিতা গ্রাম পঞ্চায়েতের সদস্য তাহেরুল ইসলাম জানান, প্রধান শিক্ষক মানসিক ভারসাম্যহীন। সেই কারণেই সমস্যা হয়েছিলো। দীর্ঘ দিন ধরেই তিনি ঔষধ খাচ্ছেন। ওই শিক্ষক মদপান করেনি বলেই দাবি করেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct