অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দিল্লির কৃষি ভবন থেকে আটক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তিনিই নন, আটক করা হয় তৃণমূলের একাধিক সাংসদ-বিধায়কদের। এই ঘটনার প্রতিবাদে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস। মূলত, যুব তৃণমূল কংগ্রেস ও বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের তরফে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়।এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ, যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মহেশ পারেখ সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মজুত ছিল বালুরঘাট থানার পুলিশ।এবিষয়ে, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানান, বাংলার প্রাপ্য আদায়ের জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী দেখা করতে করতে না চাওয়ায় যখন তিনি গণতান্ত্রিকভাবে অবস্থানে বসেন। তখন তাকে অগনতান্ত্রিকভাবে গ্রেফতার করা হয় ও হেনস্থা করা হয়। আমরা তারই প্রতিবাদে আজ অবস্থান বিক্ষোভ করছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct