আপনজন ডেস্ক: চলতি মাসের ১১ তারিখে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেরনায় আঘাত হানে ঘূর্ণিঝড় ড্যানিয়েল। এর প্রভাবে শহরের কাছাকাছি দুটি বাঁধ ভেঙে কয়েক মিটার উঁচু বন্যায় ভেসে যায় পুরো দেরনা শহর। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও বন্যা বিপর্যয়ে হাজার হাজার মানুষ নিহতের ঘটনায় বর্তমান ও সাবেক আট কর্মকর্তাকে আটকের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান প্রসিকিউটর। দেশটির প্রধান প্রসিকিউটরের অফিসের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। সোমবার এক বিবৃতিতে জেনারেল প্রসিকিউটর আল-সিদ্দিক আল-সৌরের অফিস থেকে জানানো হয় যে, প্রসিকিউটররা রবিবার পানি সম্পদ কর্তৃপক্ষ এবং বাঁধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাতজন সাবেক এবং বর্তমান কর্মকর্তাকে অব্যবস্থাপনা, অবহেলার অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, দুর্যোগের পর বরখাস্ত হওয়া দেরনার মেয়র আবদুলমেনাম আল-গাইথিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, আটজন সাবেক এবং বর্তমান কর্মকর্তা অভিযোগ থেকে রেহাই পাওয়ার জন্য পর্যাপ্ত প্রমাণ সরবরাহ করেননি এবং প্রসিকিউটররা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct