সারিউল ইসলাম, মুর্শিদাবাদ: জিয়াগঞ্জ শহরে বেশ কয়েক বছর ধরে একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ সংস্থা চলে আসছে। ২০১৮ থেকে তাদের উদ্যোগে বিভিন্নবার স্বাধীনতা দিবসে বিভিন্ন রকম দৈর্ঘ্যের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করা হয়েছে জিয়াগঞ্জ শহরে। এবছর ২০২৩ সালের ১৫ই আগস্ট অর্থাৎ ৭৭তম স্বাধীনতা দিবসে জিয়াগঞ্জ শহরে ৮০০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করবে ওই বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ সংস্থা। এর আগে ২০১৮ তে ৪০০ মিটার, ২০১৯ এ ৫০০ মিটার, ২০২২ এ ৭৫০ মিটার দৈর্ঘ্যের জাতীয় পতাকা নিয়ে জিয়াগঞ্জ শহরে পদযাত্রা করেছে এই সংস্থা। এবছর তাদের পরিকল্পনা ৮০০ মিটার দৈর্ঘ্যের জাতীয় পতাকা নিয়ে জিয়াগঞ্জ শহর পদযাত্রা।
ওই কম্পিউটার প্রশিক্ষণ সংস্থার এক শিক্ষক গোবিন্দ পাল বলেন, ‘গতবছর ৭৫০ মিটার লম্বা পতাকায় ১২০০ ছাত্রছাত্রী ও এলাকাবাসীর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। এবার যেহেতু ৮০০ মিটার পতাকা, তাই আশা করছি ১৫০০ ছাত্রছাত্রী ও এলাকার মানুষদের উপস্থিতি দেখতে পাবো।’
সংস্থার কর্ণধার মাসুম আব্দুল্লাহ বলেন, ‘মঙ্গলবার সকালে অনুষ্ঠানের সূচনা করবেন বিশিষ্ট সমাজসেবী শাওনী সিংহ রায় ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ।’
সারা দেশের মধ্যে সম্ভাব্য লম্বা জাতীয় পতাকা নিয়ে ৭৭তম স্বাধীনতা দিবসে পদযাত্রা হবে জিয়াগঞ্জ শহরে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct