আপনজন ডেস্ক: গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে দেশটির পেলোপনেসাস উপকূলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা জটিল হয়ে পড়ে। এদিকে জীবিতদের মধ্যে চারজনকে হাইপোথার্মিয়ার উপসর্গ নিয়ে কালামাটা শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনী। এছাড়াও বেশ কয়েকটি ব্যক্তিগত জাহাজ নিখোঁজদের সন্ধানে অংশ নিচ্ছে। ইতালিগামী নৌকাটি লিবিয়ার টোব্রুক উপকূল থেকে রওনা দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল অর্গনাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, ২০২২ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাগর ও স্থলপথ দিয়ে ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রায় তিন হাজার ৮০০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct