অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: অবশেষে দীর্ঘ ছুটি কাটিয়ে গোটা রাজ্যের সাথে দক্ষিণ দিনাজপুর জেলাতেও ১৫ জুন খুলছে স্কুল। দক্ষিণ দিনাজপুর জেলা শিক্ষা দফতরের থেকে ইতিমধ্যে এই নির্দেশিকা প্রায় প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষকদের কাছে পৌঁছে গিয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক ও জেলা শিক্ষা আধিকারিক এর দফতর থেকে দেওয়া নির্দেশিকায় বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার এবং মিড ডে মিল পরিষেবা চালু রাখার বিষয়ে বলা হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ১১৮৭ প্রাথমিক ও ৩৩৫ টি হাই স্কুল রয়েছে। পাশাপাশি শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষাকেন্দ্র সব মিলিয়ে প্রায় ২২৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল গত ২ মে থেকে। ছুটি চলে ১৪ জুন, বুধবার পর্যন্ত। গরমের ছুটি শেষ হয়ে বিদ্যালয় গুলিতে পুনরায় পঠন-পাটন শুরু হচ্ছে ১৫ জুন, বৃহস্পতিবার থেকে। এ বিষয়ে জেলা শিক্ষা আধিকারিক (সমগ্র শিক্ষা মিশন) জানান, ১৫ জুন থেকে খুলছে স্কুল। এই সম্পর্কিত নির্দেশিকা প্রায় প্রত্যেকটি স্কুলের কাছে পৌঁছে গিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেবার বিষয়ে বলা হয়েছে। অন্যদিকে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে , এই সপ্তাহে তাপপ্রবাহ বিশেষ একটা থাকবে না, তবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবার সম্ভাবনা রয়েছে। মাঝিয়ান আঞ্চলিক আবহাওয়া গবেষনা কেন্দ্র সূএে জানাগিয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণ দিনাজপুর জেলা জুরে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ১৮ জুন মাঝারি বৃষ্টি এবং ১৫-১৭ জুন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বাতাসের সর্বচ্চ তাপমাএা ৩৫.০-৩৮.০ ডিগ্রী সেন্টিগ্রেড এবং সর্বনিন্ম তাপমাএা ২৭.০-২৮.০ ডিগ্রী সেন্টিগ্রেড এর মধ্যে থাকার সম্ভবনা রয়েছে । অন্যদিকে, এই সময় বাতাসের গতিবেগ ১৮.০-২০.০ (কিমি/ঘন্টা) এর মধ্যে প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং বায়ুর আপেক্ষিক আদ্রতা সর্বচ্চ ৭৭-৮৯% ও সর্বনিন্ম ৩৫-৫২% এর মধ্যে থাকার সম্ভবনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct