আপনজন ডেস্ক: আয়তনের দিক থেকে জাকার্তার ইসতিকলাল মসজিদ দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ একটি মসজিদ। ২০১৯ সালে মসজিদের ছাদে স্থাপিত পাঁচ শর বেশি সোলার প্যানেল এখন বিদ্যুতের প্রধান উৎস হয়ে উঠেছে। ফলে সৌরবিদ্যুতের মাধ্যমে প্রয়োজন মিটিয়ে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদান রাখছে মসজিদটি। পরিববেশ সুরক্ষায় মসজিদটির তত্ত্বাবধানে নানা উদ্যোগ হাতে নেওয়া হয়। সম্প্রতি মসজিদের পক্ষ থেকে পুনর্নবীকরণযোগ্য বিদ্যুত্ (Renewable Power) উৎপাদন বাড়াতে বিশেষ ‘এনার্জি ওয়াকফ’ গঠন করা হয়। রমজানসহ বছরের মর্যাদাপূর্ণ দিনগুলোতে এই তহবিল গঠনে সহায়তা করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। তা ছাড়া ইসলামী ব্যক্তিত্ব ও মসজিদের ইমামদের পরিবেশ দূষণবিষয়ক সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। বিশেষত পরিমিত পানি ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, খাবার অপচয় কমানোর প্রতি জোর দিতে বলা হয়। মুসল্লিদের চলাচলে কারপুলিং, স্থানীয় পণ্য ব্যবহার ও পুনর্ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গত বছর টেকসই ইন্দোনেশিয়া বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। তাতে দেশটির ভাইস প্রেসিডেন্ট মারুফ আমিন ইসলামী ব্যক্তিত্ব ও নেতাদের পরিবেশবিষয়ক সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct