আজিজুর রহমান, গলসি, আপনজন: গভীর রাতে গলসি থানার অন্তর্গত বেলগ্রামের সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুর চালালো দুস্কৃতীরা। জানতে পারা গেছে, গলসির সাটিনন্দী অঞ্চলের বেলগ্রাম বামেদের শক্ত ঘাঁটি। সিপিআইএম নেতৃত্বের অনুমান, সেইজন্যই দুস্কৃতীরা ওই কাপুরুষোচিত আক্রমন করছে। সকালে ঘটনা জানাজানি হতেই গ্রামের সিপিআইএম কর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। খবর দেওয়া হয় গলসি থানায়। এদিকে ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন, গলসি ২ ব্লক কৃষক সভার সম্পাদক সেখ সাইফুল হক। তিনি অবিলম্বে দুস্কৃতীদের গ্রেফতারের দাবী জানান।এদিকে ঘটনার প্রতিবাদে বিকাল চারটায় বেলগ্রামে দলীয় পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভায় বেলগ্রামের শতাধিক মানুষ যোগদান করেন। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ সাইদুল হক ও কৃষক সভার ব্লক কমিটির সম্পাদক সাইফুল হক ও শাখা সম্পাদক সেখ হাকিম সহ অনেকে। সভামঞ্চ থেকে ঘটানার তিব্র প্রতিবাদ জানান সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন। তিনিও দুস্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান। সভায় উপস্থিত ছিলেন গলসি ২ এরিয়া কমিটির সম্পাদক জাফর কাজী ও সদস্য আতিয়ার রহমন সহ স্থানীয় নেতা কর্মীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct