অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: পাচারের আগে উদ্ধার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে। ধৃতদের আদালতে তোলার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশ ও বিএসএফের তরফে। জানা গিয়েছে, নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট গুলি বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মাঝরাতে বিএসএফের ১৩৭ নং ব্যাটেলিয়নের তরফে দুজনকে আটক করা হয়। ধৃতরা হলেন মাসুদুর রহমান ফকির (২৩) ও আসাদুল ফকির (২০)। তাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লক এলাকায়। গতকাল রাতেই নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ ধৃতদের পতিরাম থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ বিষয়ে পতিরাম থানার তরফে জানানো হয়েছে, ইয়াবা ট্যাবলেট সহ ওই দুজনকে গতকাল রাতেই তাদের হাতে তুলে দেয়া হয়েছে।পাশাপাশি ঘটনার সাথে কে বা কাহারে যুক্ত রয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct