জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: ফিল্মি কায়দায় বাঁধের মধ্যে ঢুকে পড়ল পর্যটকদের চার চাকার গাড়ি। ঘটনাটি বুধবার দুপুর নাগাদ পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের বুড়দা কালীমাটি অঞ্চলের কয়রাবেড়া বাঁধের। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইরে থেকে পর্যটকরা বেড়াতে আসেন কয়রাবেড়া বাঁধে।তারা তাদের চার চাকা গাড়ি রেখে ডেমের সামনে থাকা চা দোকানে যান চা পান করতে। আর সেসময়ই হটাৎ করে হাওয়া চলতে শুরু করে। সেই সময় ওই চার চাকা গাড়িটা বাঁধের দিকে চলতে থাকে। দেখতে দেখতে গাড়িটা বাঁধের গভীর জলের মধ্য ঢুকে পড়ে। পাশপাশি প্রত্যক্ষদর্শীর আরও জানান,গাড়ির ভিতরে কেউ না থাকায় কোন প্রাণে রক্ষা হলো। পরে স্থানীয়দের প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পরে গাড়িটিকে বাঁধের গভীর জলের ভিতর থেকে বের করা হয়। ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয় পুরুলিয়ার বাঘমুন্ডিতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct