আপনজন ডেস্ক: বর্তমানে বলিউডের আলোচ্য বিষয় শাহরুখ খানের ‘পাঠান' সিনেমা। এই সিনেমার মুক্তির পর থেকেই শাহরুখকে লক্ষ্য করে বেশকিছু টুইট করেছেন কঙ্গনা। এর মধ্যে একটি টুইট আবার তাকে বিতর্কের মুখে ফেলেছে। তার টুইটের বক্তব্য ছিল, খান ও মুসলিম অভিনেতাদের প্রতি ভারতীয়দের আজও দুর্বলতা আছে। কঙ্গনা লিখেছেন, ‘আমার দেশ ভারত এবং এ দেশের মানুষরা শুধু খানদের ভালোবেসেছে এবং মুসলিম অভিনেত্রীদের প্রতি আগ্রহ দেখিয়েছে।আর এই কারণে ভারতকে ঘৃণা ও ফ্যাসিজমের দোষ দেওয়া যায় না। কারণ, ভারতের মতো অন্য কোনো দেশ পৃথিবীতে নেই।' পাঠান নিয়ে শুরু থেকেই কঙ্গনা ইতিবাচক কথাই বলে যাচ্ছিলেন। সাম্প্রতিক এ টুইটের আগে তিনি লিখেছিলেন যে পাঠান নিয়ে যেন কোনো রাজনীতি না করা হয়। পাঠানকে একটি সিনেমা হিসেবেই গ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন। কঙ্গনা অন্য একটি পোস্টের সাপেক্ষে সাম্প্রতিক বক্তব্যটি দেন। সেই পোস্টে বলা হয়েছিল বয়কট মূলত বলিউডের ক্ষতি করতে পারে না। এর আগে পাঠান প্রসঙ্গে কঙ্গনা নেতিবাচক কথা লিখেছিলেন। তিনি পোস্ট করে বলেছিলেন, ‘সব ধরনের ঘৃণা ও রাজনীতি এড়িয়ে যাওয়ার বিষয়টা ভারতের ভালোবাসার কারণে হয়েছে। যারা অনেক আশা নিয়ে বসে আছেন তাদের জানা উচিত, পাঠান কিন্তু শুধু একটি সিনেমা। এর বাইরে কিছু নয়।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct