মোস্তাফিজুর রহমান, দিল্লি, আপনজন: লিগ টেবিলে মহামেডানের স্থান নয়,আজকের প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড অবস্থান করছে ছ’য়ে। আজ মহামেডান যদি রাজস্থানকে হারাতে পারে, তাহলে সাদাকালো ব্রিগেড একলাফে নয় থেকে ছয়ে চলে যাবে।অর্থাৎ লিগ টেবিলে নিজেদের অবস্থান নয় থেকে ছয়ে নিয়ে যাওয়াই আজ লক্ষ্য কিবু বাহিনীর। তবে, ছয়ে যাওয়াটা কিন্তু সহজ হবে না মহামেডানের জন্য।তার প্রধান কারন, অ্যাওয়ে ম্যাচে ভয়ানক দুরবস্থা। আর আজ সেই অ্যাওয়ে ম্যাচ।যদিও রাজধানীতে আজ রাজস্থানের বিপক্ষে প্রায় বদলে যাওয়া মহামেডানকে দেখা যাবে।হয়তো শেখ সাহিল,মিরলানদের দেখতে পাওয়া যাবে। বদল চোখে পড়বে রাজস্থানেও।চেনা মুখ জোসেবা বেইতিয়া,রফিক আলি তো আছেই।যোগ হয়েছে মহামেডানের প্রাক্তন ডোডোজ, বাংলার সৌভিক দাস’রা। সুতরাং, একে অপরকে আজ নয় ছয় করতে যে মাঠে নামবে, তা বলার অপেক্ষা রাখে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct