নিজস্ব প্রতিবেদক, হরিহরপাড়া, আপনজন: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছয়ঘরি অঞ্চল কমিটির উদ্যোগে সোমবারমুর্শিদাবাদের হরিহরপাড়ার ছয়ঘড়িতে এক বিশাল জনসমাবেশে দলের চেয়ারম্যান ও বিধায়ক মোহঃ নওসাদ সিদ্দিকী আবাস যোজনায় তৃণমূল কংগ্রেসের লাগামহীন দুর্নীতির তীব্র সমালোচনা করেন। তিনি আগামীদিনে দুর্নীতিমুক্ত, জনগনের স্বার্থবাহী পঞ্চায়েত তৈরিতে আইএসএফ’কে মজবুত করার আহ্বান জানান। মুর্শিদাবাদের বিশাল সংখ্যক শ্রমিকের জেলা ছেড়ে সারা দেশে ছড়িয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে এই প্রবণতাকে রুখতে জেলায় শ্রমনিবিড় শিল্প গড়ে তোলার উপর জোর দেন। সংখ্যালঘু প্রধান এই জেলা এখনও উন্নয়নের নিরিখে পিছিয়ে। এই অবস্থার পরিবর্তন আবশ্যক বলে তিনি মন্তব্য করেন। উপস্থিত ছিলেন কার্যকারী সভাপতি সামসুর আলি মল্লিক, সহ সভাপতি তাপস ব্যানার্জি, সহ সম্পাদক লক্ষীকান্ত হাঁসদা, গাজী শাহাবুদ্দিন সিরাজী, মুর্শিদাবাদ জেলা সভাপতি হাবিব সেখ ও অন্যান্য জেলা নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct