নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: শুক্রবার রাত থেকে কলকাতায় ঠান্ডার তেজ কমবে । তবে রবিবার পর্যন্ত এই সর্বনিম্ন তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হলেও, সোমবার রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে পড়বে শীত। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টায় মূলত একই রকম থাকবে তাপমাত্রা। এই মুহূর্তে আবহাওয়ার কোন চেঞ্জ নেই। ৪৮ ঘন্টা পর থেকে কিন্তু ১৩ জানুয়ারি থেকে ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়বে।
আবার ১৬ জানুয়ারি সোমবার থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ঠান্ডার পারদ পতন শুরু হবে ।১৪ তারিখ পৌষ সংক্রান্তির দিন কলকাতা সহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ গঙ্গাসাগর সব জায়গাতেই রাতের তাপমাত্রা সাময়িকভাবে ১৫ ডিগ্রি উপরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে ।কলকাতার ক্ষেত্রে ঠান্ডা কমলেও কিন্তু জেলাতে ঠান্ডা থেকেই যাবে । জেলাতে এখন কলকাতার থেকে অনেকটাই তাপমাত্রা কম। ঘরে চার থেকে পাঁচ ডিগ্রী তাপমাত্রার ছন্দপতন ঘটেছে জেলাগুলিতে। ১৩ জানুয়ারি শুক্রবার থেকে রাতে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রাটা একটু বাড়বে । ১৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই ।সাগরেও কোন এই মুহূর্তে ঝড় ঝঞ্ঝাট বা নিম্নচাপের কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং আর কালিংপং জেলায় ১৩ জানুয়ারি অর্থাৎ শুক্রবারের পর থেকে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনে কুয়াশা থাকবে। আগামী ১৭ জানুয়ারি অবধি গঙ্গোসাগরে কোন সিস্টেমের কোন সম্ভাবনা নেই। ফলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে । আর কুয়াশা থাকবে। আর কুয়াশার দৃশ্যমানতা থাকবে দিনের বেলায় ১৫০০ থেকে ২০০০ মিটার। আর লেট নাইট বা সকালের দিকে ৫০০ মিটার দৃশ্য মানতা থাকবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct