আপনজন ডেস্ক: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার আরও একবার পহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে সর্বদলীয় বৈঠক এড়িয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন এবং বিজেপির বিরুদ্ধে দেশে বিভাজন তৈরি করার অভিযোগ করেছেন। খাড়গে আরও বলেন, এই সঙ্কটের মুহূর্তে সবাই একসঙ্গে লড়াই করতে চায়, কিন্তু বিজেপি বিষ ছড়াতে চায় এবং মানুষকে বিভক্ত করতে চায়।
তিনি বলেন, এটা দেশের দুর্ভাগ্য। সর্বদলীয় বৈঠকে সব দলের নেতারা উপস্থিত ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদী না আসাটা লজ্জার। দেশের গর্বে আঘাত লেগেছে, আপনি (প্রধানমন্ত্রী মোদী) বিহারে নির্বাচনী ভাষণ দিচ্ছিলেন,” জয়পুরে ‘সমস্যা বাঁচাও’ সমাবেশে বলেন খাড়গে। তিনি বলেন, কংগ্রেস সরকার তার পদক্ষেপে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে কারণ দেশ সর্বোচ্চ। তিনি বলেন, ‘দেশ সর্বোচ্চ, তারপর দল ও ধর্ম আসে। দেশের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে,” তিনি আরও বলেন, কংগ্রেস দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল এবং লক্ষ লক্ষ মানুষ তাদের রক্ত ঝরিয়েছেন এবং এই উদ্দেশ্যে তাদের জীবন উৎসর্গ করেছেন।বিহার কি অনেক দূরে? প্রধানমন্ত্রীর উচিত ছিল সর্বদলীয় বৈঠকে এসে পরিকল্পনা ব্যাখ্যা করা। তিনি আমাদের কাছ থেকে কী সাহায্য চান?’ এটাই বিজেপি ও প্রধানমন্ত্রীর মনোভাব। আমাদের দিক থেকে রাহুল গান্ধী শ্রীনগরে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। মোদী সর্বদলীয় বৈঠকে না এলেও বড় বড় কথা বলেন— ৫৬ ইঞ্চি ছাতি থাকার কথা, আক্রমণ ঘরে নিয়ে যাওয়ার কথা। খাড়গে বলেন, দেশ ও সংবিধানকে রক্ষা করতে হবে। বি আর আম্বেদকরের সংবিধানের কারণেই চা বিক্রেতার মতো সাধারণ মানুষও প্রধানমন্ত্রী হতে পারেন এবং আমার মতো মিল শ্রমিকের ছেলেও বিরোধী দলনেতা এবং কংগ্রেস সভাপতি হতে পারেন। প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, মোদী মুদ্রাস্ফীতি ও বেকারত্ব দিয়েছেন। এ ধরনের লোকজনই দেশকে দুর্বল করে দেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct