আপনজন ডেস্ক: দেশজুড়ে যুদ্ধ পরিস্থিতির মহড়া দেওয়া হবে আজ বুধবার ৷ পশ্চিমবঙ্গের ১৭টি জেলায় ৩১টি স্থানে এই মহড়া বা মক ড্রিল হবে ৷ এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে নির্দেশিকা চলেও এসেছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গের কলকাতা-সহ ২৩ টি জেলার ৩১ টি জায়গায় হবে মক ড্রিল।
এর জন্য এ, বি ও সি - তিনটি ক্যাটাগরি তৈরি করা হয়েছে ৷ বিকেল চারটের সময় এই মহড়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে, সময়টি চূড়ান্ত নয়।
এদিন নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে করেছেন রাজ্যের মুখ্যসচিব সহ সিভিল ডিফেন্স সচিব, ডিজি সিভিল ডিফেন্স অন্যান্যরা। সেই বৈঠকে রাজ্য প্রশাসনকে জানানো হয়েছে, বাংলা যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য, পাশাপাশি নেপাল ও ভুটানও রয়েছে, তাই এখানকার সীমান্ত সুরক্ষার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যকে নিজের মতো করে সংবেদনশীল এলাকা চিহ্নিত করার জন্য বলা হয়েছে।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলার মোট ২৩টি জেলার ৩১ মক ড্রিল হবে। মোট তিনটি বিভাগ, ক্যাটেগরি এক, দুই এবং তিনে ভাগ করে বলা হয়েছে, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়্গপুর, বার্নপুর-আসানসোল, ফরাক্কা, খেজুরিঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট, বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদে মহড়া হবে। সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে নাগরিকদের এই মক ড্রিল চলাকালীন কি করতে হবে তা নিয়ে পাঠ দেওয়া হবে। এদিকে এই মক ড্রিলের জন্য দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাশাসকের অফিসের সামনে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে সাইরেন সারানো ও বাজানোর কাজ শুরু হয়। কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় দেশবাসীকে সতর্ক করার জন্য এবং বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সেনার সঙ্গে সহযোগিতা করার জন্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই মহড়া হবে। তবে এতে কাউকে আতঙ্কিত হতে হবে না। খালি নির্দেশ মতো সাইরেন বাজলে কি কি করতে হবে কিভাবে ঘরের সমস্ত আলো নিভিয়ে জানলা দরজা বন্ধ করতে হবে তা জেনে নিতে হবে। শুধু তাই নয় কেউ যদি সেই সময় বাইরে থাকে জনবহুল এলাকায় কিভাবে নিরাপদ স্থানে পৌঁছে যেতে হবে তা বলে দেওয়া হবে। বুধবার গোটা দেশজুড়ে যুদ্ধ সুরক্ষা মহড়া হবে। রাজ্যেও হবে যুদ্ধ সুরক্ষা মহড়া। পশ্চিমবঙ্গের বিভিন্ন পয়েন্টে অর্থাৎ কলকাতা সহ ৯২ টি জায়গায় এই মহড়া হবে। শহর কলকাতায় যেমন এই মহড়া হবে তেমনি জেলায় জেলায় ২২ থেকে ২৫ টি জায়গায় সাইরেনের মহড়া দেওয়া হবে। জেলায় জেলায় ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলার নির্দেশ এসে পৌঁছেছে। কলকাতার খিদিরপুরে বুধবার মহড়া হবে। দেশের নাগরিকদের যেমন এই মহড়ায় কি কি সতর্কতা নিতে হবে তা শেখানো হবে তেমনি স্কুলের ছাত্র-ছাত্রীদের ও যুব সমাজকেও এ বিষয়ে জ্ঞাত করা হবে। সেনাবাহিনী পক্ষ থেকে ব্ল্যাকআউট হলে কিভাবে পরবর্তী প্রস্তুতি নিতে হবে দেশে যুদ্ধ লাগলে কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে সে বিষয়ে জ্ঞাত করা হবে। এই রাজ্যের সব জেলার সিভিল ডিফেন্স এর অফিসারদের প্রতিটি জেলায় ২৫ টি করে যাতে সাইরেন থাকে সেই নির্দেশ পাঠানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে দেশের নাগরিকদের এই সময় এই ধরনের মহড়ায় সহযোগিতা করার জন্য আবেদন জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, মহড়ায় অংশ নেবেন জেলাশাসক-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক, নাগরির সুরক্ষা কর্মী, হোমগার্ডেরা। এ ছাড়াও মহড়ায় অংশ নিতে বলা হয়েছে এনসিসি ক্যাডেট, নেহরু যুব কেন্দ্র সংগঠনের সদস্য এবং স্কুল-কলেজের পড়ুয়াদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct