মোল্লা মুয়াজ ইসলাম , বর্ধমান, আপনজন: গত ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ২০২৪ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলী সভাগৃহে নাটমন্দির পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় বর্ষ নাটমন্দির কবিতা উৎসব। পশ্চিমবাংলার বিভিন্ন জেলার ১০০ জন কবি এই উৎসবে কবিতা পাঠ করেন। সাতের দশকের বিশিষ্ট কবি দীপক রায় এই উৎসবের উদ্বোধন করেন এবং নাটমন্দির সম্মাননা ২০২৪ প্রদান করা হয় কবি সুব্রত সরকারকে। উৎসবে কবিতা পাঠ করেন শমিত মণ্ডল, অলোক বিশ্বাস, নিয়াজুল হক, অরুণ পাঠক, রথীন্দ্রনাথ সাহা, সোমেন মুখোপাধ্যায়, সুমিত পতি, অভিনন্দন মুখোপাধ্যায়, উজ্জ্বল ঘোষ, সব্যসাচী মজুমদার, শাম্বসহ বিভিন্ন প্রজন্মের প্রবীণ ও নবীন কবিরা। বিশেষ আকর্ষণ ছিল “কবিদের সামাজিক ভূমিকা কেবল তাঁদের লেখায়” এই বিষয়ক বিতর্ক সভা, যেখানে অংশগ্রহণ করেন অনিশ্চয় চক্রবর্তী, তমোঘ্ন মুখোপাধ্যায়, ঝিলম ত্রিবেদী ও শুভম চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন সেলিম মল্লিক। দর্শকদের রায়ে বিজয়ী হয় বিরোধীপক্ষ। উৎসবে সংগীত পরিবেশন করেন গার্গী দত্ত, সুব্রত ভট্টাচার্য ও আরাত্রিকা ভট্টাচার্য। দু’দিনের এই উৎসবে শিলিগুড়ি থেকে কাকদ্বীপ পর্যন্ত কবিদের উপস্থিতিতে বর্ধমান বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে বর্ণময়। নাটমন্দির পত্রিকার সম্পাদক অংশুমান কর জানান, নাটমন্দির পত্রিকার ১০০তম সংখ্যা উপলক্ষে আগামী বছর পুরুলিয়ায় উৎসব আয়োজন করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct