নিজস্ব প্রতিবেদক , হিঙ্গলগঞ্জ, আপনজন: সুন্দরবনে পানীয় জল অপচয় বন্ধ করতে আসরে বিডিও। এই ব্লকে ৭৪ শতাংশ মানুষের ঘরে পানীয় জলের পরিষেবা পৌঁছে গেছে। উত্তর ২৪ পরগনারবসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের কনক নগর আমবেড়িয়া একাধিক জায়গায় ট্যাপের জল অপচয় করছে গ্রামবাসীরা অভিযোগ পেয়ে আসরে নামল স্বয়ং বিডিও। সুন্দরবনের একাধিক জায়গা থেকে পি এইচ ও দপ্তর ও হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে অভিযোগ আসছিল সুন্দরবনের বাসিন্দাররা নিজেদের রিজার্ভার পূরণ করার পরেও জল অপচয় করছে বিভিন্ন খাদে। সেই অভিযোগ পেয়ে আসরে নামেন বিডিও ঘটনা স্থলে গিয়ে দেখা যায়। কেউ খাবার জলে কাপড় কাঁচছে,আবার কেউ স্নান করছে। আবার কেউ চাষের জমি ও মাছ চাষের জন্য পুকুরে জল দেওয়া হচ্ছে। সম্পূর্ণ অবৈধভাবে যেখানে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষের অভিযোগ তারা ঠিক মতন জল পাচ্ছেন না যদিও পায় জলের গতি খুবই কম। তাই সেই অভিযোগ একেবারে বাস্তবে দেখা গেল কিছু গ্রামবাসী পানীয় জল অপচয় করছে। বিডিও’র তৎপরতায় পানীয় জল অপচয় বন্ধ করতে কড়া পদক্ষেপ নিলেন। এরপরেও যদি কোন কেউ জল এইভাবে অপচয় করে তবে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হিঙ্গল গঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী।তিনি বলেন ,আমাদের কাছে পানীয় জল অপচয়ের করার খবর আসছিল ।সেইগুলো আমরা সার্ভে করে নিলাম। অন্যদিকে, কোন কোন বাড়িতে এখনো পানীয় জলের পরিষেবা পৌঁছায়নি সেটাও গিয়ে সরজমিনে খতিয়ে দেখলাম। তিনি জানান, হিঙ্গলগঞ্জ ব্লকের ৭৪ শতাংশ মানুষ পানীয় জলের পরিষেবা পাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct