দেবাশীষ পাল, মালদা, আপনজন: আজ হয়ে গেল মালদহে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের উদ্যোগে, বিশেষ বৈঠক নতুন এই হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে মালদা জেলা জুড়ে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন মূল্যায়ন পদ্ধতির বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হল মালদা শহরে। নতুন শিক্ষানীতি অনুযায়ী এখন থেকে স্কুলস্তরের পড়ুয়াদের শুধুমাত্র নম্বরভিত্তিক অগ্রগতি বিচার্য হবে না। বরং দেখা হবে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাঁদের ব্যবহার,আচার-আচরণ, খেলাধুলা, মানসিকতা বিভিন্ন বিষয়ের উন্নয়ন। নতুন এই হলিস্টিক রিপোর্ট কার্ডের কার্যকারিতা কি হবে এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সচেতন করতে মালদহে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের উদ্যোগে কর্মশালা হল মঙ্গলবার। মালদা কলেজ অডিটোরিয়ামে সানাউল্লা মঞ্চে এই কর্মশালায় উপস্থিত ছিলেন মালদার অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক বিশ্বজিৎ দাস, মালদহের মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্যরা। জেলার পাঁচশোর বেশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকরা এই কর্মশালায় যোগ দেন।মালদহের মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস বলেন এই হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে মালদা জেলা জুরে প্রায় ৫৫০ বিদ্যালয়ে শিক্ষকদের নিয়ে এই কর্মশালা আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন মূল্যায়ন পদ্ধতির বিষয়ে নতুন শিক্ষানীতি অনুযায়ী এখন থেকে স্কুলস্তরের পড়ুয়াদের শুধুমাত্র নম্বরভিত্তিক অগ্রগতি নিয়ে বিচার্য হবে না। বরং দেখা হবে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাঁদের ব্যবহার,আচার-আচরণ, খেলাধুলা, মানসিকতা বিভিন্ন বিষয়ের উন্নয়ন। তার উপরে ভিত্তি করে এই হলিস্টিক রিপোর্ট কার্ডের তৈরি হবে।এ বিষয়ে শিক্ষকরা জানান এরকম প্রশিক্ষণ শুরু হলে বিভিন্ন স্কুলের সাথে সকল প্রধান শিক্ষকদের যোগাযোগ ঠিকঠাক হবে এছাড়াও এ বিষয়ে যে কর্মশালা অনুষ্ঠিত হলো তার মাধ্যমে বিভিন্ন স্কুলের বিষয়ে সকলের কাছে সব রকম বিষয় নিয়ে জানতে পারবে তাতে অনেকটাই সুবিধা হবে বিভিন্ন স্কুলের শিক্ষকদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct