আসিফা লস্কর, মহেশতলা, আপনজন: মঙ্গলবার বিকেলে হঠাৎই কালো ধোঁয়া দেখতে পায় এলাকার মানুষেরা এরপর তড়িঘড়ি ধোঁয়ার উৎস খুঁজতে যখন এলাকার মানুষেরা ঘটনাস্থলে পৌঁছায় তখন দেখতে পায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালে সেই চেষ্টা বৃথা হয়। অত্যন্ত দাহ্য বস্তু থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর স্থানীয়রা খবর দেয় দমকলকে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মহেশতলা ডাকঘর এলাকার বজবজ ট্রাঙ্ক রোডের নিচে একটি কাবাডি (ফেরি) দোকানে হঠাৎই আগুন লেগে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে হাত লাগিয়েছে মহেশতলা থানার পুলিশ। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকালের আধিকারিকেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct