মোল্লা মুয়াজ ইসলাম , বর্ধমান, আপনজন: ভাতার গ্রামের সুস্মিতা রোম, যিনি টোটো চালিয়ে সংসার চালান, তাঁর জীবন সংগ্রামের কথা সম্প্রচারিত হওয়ার পর ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী তার পাশে দাঁড়ালেন। সুস্মিতা, যাঁর স্বামী দেড় বছর আগে মারা গিয়েছেন এবং সম্প্রতি বাবার মৃত্যুতেও ভেঙে পড়েছিলেন, আজ আরও একটি আশার আলো দেখলেন। সোমবার দুপুরে বিধায়কের উদ্যোগে সুস্মিতার বাড়িতে চার হাজার ইট পৌঁছে যায়। বিধায়ক আশ্বাস দিয়েছেন, তাঁর বাড়ি সম্পূর্ণ পাকা করে দেওয়ার জন্য সমস্ত খরচ তিনি বহন করবেন। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে ফিরে আসা সুস্মিতার পরিবারে এখন আছেন তাঁর মা, একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং তিনি নিজে। বাবার টোটো চালানোর কাজ ধরে রেখে সংসার চালানোর চেষ্টা করছেন তিনি। তবে বাবার মৃত্যুর কারণে সঞ্চিত ঋণ এবং আর্থিক টানাপোড়েন তাঁর জীবন আরও কঠিন করে তুলেছে।
সরকারি আবাস যোজনার তালিকায় তাঁর নাম না থাকা সত্ত্বেও বিধায়ক ব্যক্তিগত উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সুস্মিতার মা জানান, নতুন পাকা ছাদের বাড়ির প্রতিশ্রুতি তাঁদের পরিবারের জন্য এক বিশাল স্বস্তি এনে দিয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী ও পরিবারে খুশির আমেজ তৈরি হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিধায়কের এই পদক্ষেপ প্রশংসিত হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct