নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: প্রতিবেশীদের চাঁদায় অ্যাম্বুলেন্সে করে সোমবার মৃত পরিযায়ী শ্রমিকের কফিনবন্দী দেহ ফিরলো গ্রামে। শোকার্ত গোটা গ্রাম।মৃত পরিযায়ী শ্রমিকের পাশে দাড়ালেন জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন।পরিবারের সঙ্গে দেখা করে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করলেন তিনি। প্রসঙ্গত,হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভরট গ্রামের বাসিন্দা তুফানু মহলদার (৪৫) প্রায় নয় মাস আগে পেটের টানে অসুস্থ স্ত্রী ও একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে দিল্লিতে রাজমিস্ত্রির জোগানদারের কাজ করতে যায়। কাজ করার সময় গত শনিবার অসুস্থ হয়ে মারা যায় তুফানু। এদিকে তুফানুর মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই কান্নাই ভেঙে পড়ে পরিবার পরিজনেরা। দিল্লি থেকে দেহ কিভাবে গ্রামের বাড়িতে নিয়ে আসবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে তুফানুর স্ত্রী ও ছেলে।প্রতিবেশীরা চাদাঁ তুলে দেহ ফেরানোর ব্যবস্থা করেন।এদিন গ্রামে দেহ ফিরতেই ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদের সদস্যা মর্জিনা খাতুন।ব্যক্তিগত ভাবে তুলে দেন আর্থিক সাহায্য।সাথে তিনি আশ্বস্ত করেন,নিয়মানুযায়ী প্রশাসনিকভাবে যেটা সাহায্য পাওয়ার সেটা তিনি ব্যবস্থা করে দিবেন।মৃত তুফানুর ছেলে নিখিল মহলদার জানান, অ্যাম্বুলেন্সের ভাড়া হিসেবে প্রতিবেশীরা ৩৫ হাজার টাকা দিয়ে সাহায্য করেছে।পাশাপাশি জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সাহায্য করেছে।ভিডিও সৌমেন মন্ডল মৃত ব্যক্তির স্ত্রীর বিধবা ভাতা করে দেওয়ার পাশাপাশি প্রশাসনিকভাবে সাহায্য করার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct