নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হল চারদিন ব্যাপী আনন্দ মেলা ও বইমেলার। হুগলির খানাকুলের স্বনাম ধন্য বিদ্যালয় রাজহাটি বন্দর হাইস্কুলের উদ্যোগে এডুকেশন ফোরাম ও অক্ষর প্রকাশনীর উদ্যোগে সফলভাবে আয়োজিত হল বইমেলার। ১৫ থেকে ১৮ অক্টোবর এই চারদিন ব্যাপী বইমেলা হয়। এর ্রউদ্বোধন করেছিলেন জ্য পুলিশের ডি আই জি সুখেন্দু হীরা। উপস্থিত ছিলেন শঙ্খ বন্দ্যোপাধ্যায়, বি ডি ও, খানাকুল -২, সাহিত্যিক দেবাশীষ শেঠ, কবি সুনীল চক্রবর্তী, বিভাংশু দত্ত, শিক্ষাবিদ সেখ হাসান ইমাম, এস আই স্কুলস খানাকুল দক্ষিন চক্র,শ্রীমতী সহেলী মান্না প্রমুখ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রকমারী খাবারের স্টল,হ্যান্ডিক্রাফটস এর স্টল এবং জমজমাট আলোচনা সভা - “বই পড়ো জীবন গড়ো “ এবং প্রতিদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল আনন্দমেলা ও বইমেলার। বিবেকানন্দ বহুমুখী শিক্ষাংগন,ও নিগমানন্দ শিশুপাঠ মন্দিরের কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, খানাকুল কালচারাল ফোরাম এর সাসংস্কৃতিক সন্ধ্যা, কিডজি পরিচালিত বুদ্ধিযুদ্ধ প্রভৃতি অনুষ্ঠান উপভোগ্য হয়ে ওঠে। বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষভাবে প্রসংশিত হয়। সুখেন্দু হীরা থেকে সেখ হাসান ইমাম সকলেই বর্তমান যন্ত্র সভ্যতার যুগে বই পড়ার অপরিহার্যতার কথা তুলে ধরেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নভেন্দু সামন্ত বলেন আমরা যে উদ্দেশ্য নিয়ে বই মেলার আয়োজন করেছিলাম তা সফল হয়েছে।বই এর প্রতি ছোট ছোট ছেলেমেয়েদের উৎসাহ এবং তাদের অভিভাবকদের আগ্রহ আমাদের চমৎকৃত করেছে।বইমেলা সফলভাবে আয়োজনের জন্য বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী, এবং তাদের অভিভাবক ও এলাকার সকল অধিবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct