আপনজন ডেস্ক: রেকর্ড ভেঙেছে দক্ষিণ কোরিয়ার তুষারপাত। ১১৭ বছরের মধ্যে এবারই প্রথম নভেম্বরে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে দেশটির রাজধানী সিউলে। অতিরিক্ত শীতে এরইমধ্যে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। বৃহস্পতিবার সিউলের কিছু অংশে স্থানীয় সময় সকাল ৮টার মধ্যে ৪০ সেন্টিমিটারের (১৬ ইঞ্চি) বেশি তুষার জমেছে। জানা গেছে, ইতিমধ্যে ভারী ও রেকর্ড তুষারপাতের কারণে সিউলে ১৪০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে ফেরি ও ট্রেন চলাচল। সিউলের পাশাপাশি প্রদেশ গেয়ংগিতেও বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার তুষার চাঁপা পরে সিউল গল্ফ রেঞ্জে একজন মারা যায় এবং দু’জন আহত হয়। এছাড়া আর একজন গাড়ি পার্কে একটি প্রতিরক্ষামূলক তাঁবু ধসে মারা যায়। অতিরিক্ত তুষারপাতে রাজধানীর পূর্বদিকের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অন্তত আরও দুজন নিহত হয়েছে।
বলে গণমাধ্যমে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওনজুতে একটি মহাসড়কে ৫৩টি গাড়ির সংঘর্ষে ১১ জন আহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct