সুব্রত রায়, কলকাতা, আপনজন: শহরে রুফ টপ নিয়ে আদালতের উপরে ছেড়ে দিলেও নিজের অবস্থানে অনড় থাকলেন মেয়র ফিরহাদ হাকিম। সোমবার কলকাতা পুরসভায় কলকাতা পুলিশ, সেচ দফতর, সিইএসসি, পোর্ট ট্রাস্ট, পূর্ত, সহ একাধিক দফতরকে নিয়ে বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে উপস্থিত ছিলেন পুর কমিশনার ,ডি জি সহ বোরো চেয়ারম্যান ও মেয়র পারিষদ সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, স্টে অর্ডার কেন বলছেন। মহামান্য আদালত বলেছেন সমস্ত নথি নিয়ে পরশুদিন আসতে । তার অভিযোগ যে ভাবে চারদিকে শহরে রুফ টপ গজিয়ে উঠেছে তাতে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন। যেমন পার্ক স্ট্রীটের অনেক রুফ টপ আছে। তিনি বলেন, আমি নিজেই এলএমএনকিউ রেস্তোঁরাতে গিয়েছিলাম। আমরা পক্ষ থেকে শুধু তাদের বেআইনি অংশ টুকু ভাঙ্গা হয়েছে। যেখনে হাইড্রোলিক ল্যাডার যেতে পারে সেই জায়গা ক্লিয়ার করে বাকি অংশ সেই ভাবেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান মেয়র। এদিন হুয়াটসঅ্যাপ ক্যাফে সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে, এই রুফ টপ সম্পূর্ণ বেআইনি তৈরি করা হয়েছে। কিন্তু তারা হাই কোর্টে টিকে গেছে। কিছু ঘটে গেলে প্রাণহানি হলে আমরা তো আর আদালতের উপরে দায়িত্ব দিতে পারি না বলে কটাক্ষ সুরে বলেন মেয়র ফিরহাদ হাকিম। তার পরিষ্কার বক্তব্য নাগরিকদের দায়বদ্ধতার নিতেই হবে। শুধু ব্যবসা করব আর মানুষের প্রাণহানি হবে সেটা হতে পারে না। তিনি বলেন যে, আমাদের ও নোটিশ দেওয়া পছন্দ নয়। কিন্তু যখন কোনো উপায় থাকে না তখন বাধ্য হয়ে এইসব করতে হয় বলে জানান তিনি। এদিন তিনি দমকল দফতরের কাছে একই ভাবে শহরের সমস্ত গেস্ট হাউজ ও বাজারের ফায়ার অডিট করার অনুরোধ জানান মেয়র। তিনি বলেন আমরা চাই না যে মানুষের প্রাণের ক্ষতি হয়। আগে মানুষের জীবন তার পরে ব্যবসা বলে জানান তিনি। তিনি এদিন স্টিফেন কোর্টের প্রসঙ্গ তুলে নিয়ে বলেন যে ওই ঘটনায় ছাদ বন্ধ থাকার জন্য অনেক মানুষ সিঁড়িতে দাঁড়িয়ে দমবন্ধ হয়ে মারা গিয়েছিলেন। একই ভাবে ঋতুরাজ হোটেলে যারা ছিলেন তাদেরকে ঘরের মধ্যে নক না করেই নিজেদের প্রাণ রক্ষার জন্য সেখানকার হোটেলের স্টাফরা ছাদে উঠে গিয়েছিলেন বলে অভিযোগ করেন মেয়র। এদিন রুফ টপ নিয়ে বলেন যে আমি জানি না কারা অনুমতি নিয়েছিলেন কি নিলেন না। আমি শুধু এটাই জানি যে রুফ টপ কমন হওয়া উচিত। আর কমন জায়গায় বিক্রি করা যায় কি না এটা আইনি বিষয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct