মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান শহর যানজটে ক্লান্ত পরিশ্রান্ত । পূর্ব বর্ধমান জেলা পুলিশ বহুদিন ধরে চেষ্টা করছে এই যানজট মোকাবেলা করতে । বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ জায়গা খোশবাগান। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি ডাক্তার যেখানে বসেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে খোশবাগানের নাম আছে। সেই খোশবাগানকে পুলিশের তরফ থেকে ওয়ান হয়ে করে দেয়া হল। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান শহরে আর নিয়ন্ত্রণ আনতে নানান পদক্ষেপ নেয়া হয়েছে। খোসবাগান ছাড়াও বর্ধমানের সরু রাস্তাগুলো ওয়ান ওয়ে করা হল। এতে বর্ধমান শহরে অনেক যানজট মুক্ত হবে বলে মনে করছেন।এছাড়া পূর্ব বর্ধমান পুলিশ সুপার কামনাশিস সেন পুলিশ লাইনে একটি টয়লেট উদ্বোধন করেন। বর্ধমান ট্রাফিক পুলিশ ফাঁড়িতে নতুন রুপে সেড নির্মাণ করা হল এবং ঠান্ডা পানীয় জলের একটি মেশিন বসানো হয়। শহরের বেশ কিছু জায়গায় মোড়ের মাথায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য সিগন্যাল বসানো হয়। প্রত্যেককে হেলমেট পড়ার আহ্বান জানানো হয়। মোটর সাইকেল চালানো অবস্থায় কোনরূপ ফোনে কথা বলা চলবে না বলে জানান। যারা নিয়ম ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জেলা পুলিশের বিভিন্ন কর্মসূচিকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct