আপনজন ডেস্ক: সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সেরা বোলার কে?উত্তরটা সম্ভবত স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের পক্ষেই আসবে। অন্তত এই চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৬১ উইকেট নেওয়া সেটাই প্রমাণ করে। এই অশ্বিন আবার টেস্ট র্যাঙ্কিংয়ের ১ নম্বর বোলার। তাঁকে ছাড়াই যখন ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামে, তখন স্বাভাবিকভাবেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে, যা ভারতের হারের পর আরও বেড়েছে।ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে শচীন টেন্ডুলকার থেকে সুনীল গাভাস্কার—সবাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন। দলে না থেকেও ভারতের এই স্পিনার টেস্টের প্রতিদিনই ছিলেন আলোচনার কেন্দ্রে। যাঁকে নিয়ে এত কথা, সেই অশ্বিনও ফাইনালে দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুকে এই স্পিনার জানিয়েছেন, দল থেকে বাদ পড়ে তিনি মোটেই দমে যাননি।টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে ৬১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন বিসিসিআই অশ্বিন ছন্দে ছিলেন, সঙ্গে ইংল্যান্ডের মাটিতে স্পিনার অশ্বিনের রেকর্ডটা খুব একটা খারাপ নয়। ইংল্যান্ডে এখন পর্যন্ত খেলা ৭ টেস্টের ১১ ইনিংসে অশ্বিনের উইকেট ১৮টি, গড় ২৮.১১।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct