রঙ্গিলা খাতুন, খড়গ্রাম, আপনজন: দুয়ারে পঞ্চয়েত তার আগেই মুর্শিবাদের বিভিন্ন জায়গায় তৃণমুল দল ছেড়ে সিপিএমে দলে যোগাদান অব্যহত। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে রাজ্য জুড়ে চাকরিতে দূর্নীতি এবং বেকারত্বের প্রতিবাদে কান্দি মহকুমার খড়গ্রামে সোমবার সিপিআইএমের বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। খড়গ্রামের বিক্ষোভ সমাবেশে তৃণমূল ছেড়ে প্রায় শতাধিক কর্মী সিপিআইএমে যোগদান করেন। এই সমাবেশে উপস্থিত ছিলেন পার্টি রাজ্য কমিটির সদস্য ধ্রুবজ্যোতি সাহা জেলা কমিটির সদস্য আজকার শেখ, ভরত ঘোষ, ঈদুজ্জোহা প্রমুখ্য। খড়গ্রামের এড়োয়ালী বাসস্ট্যান্ডে সিমিএমের বিক্ষোভ সভা মিছিলে পার্টি কর্মী থেকে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন যোগাদান কারীদের হাতে লাল ঝান্ডা তুলে দেন কমরেড ধ্রবজ্যোতি সাহা। এদিন সিপিআইএমের পার্টি রাজ্য কমিটির সদস্য ধ্রুবজ্যোতি সাহা বলেন “ তৃণমূলের জীবনরা মানুষের এতো টাকা লুঠ করেছে যে, জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিতে হয়, আপনারা বুঝুন এই চোরেদের কবে তাড়াবেন”সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে শাসকদলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী এখন জেলে। রাজ্যের একের পর এক দুর্নীতি মামলা সামনে আসছে। বিরোধীদের আক্রমণে জেরবার শাসকদল। সাগরদিঘি ভোটের পর শাসক শিবির ছেড়ে সিপিএম-এ যোগদান, পঞ্চায়েত ভোটের এক বিশেষ বার্তাবাহক বলেই মনে করছেন বিশ্লেষকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct