এম মেহেদী সানি, স্বরূপনগর, আপনজন: উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্তবর্তী স্বরূপনগরের বাংলানী অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বনাথ হালদার সম্প্রতি পরলোক গমন করেন। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হঠাৎগঞ্জ বাজারে স্মরণসভা অনুষ্ঠিত হয়। তৃণমূলের এক ঝাঁক নেতৃত্ববৃন্দের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের উপস্থিত এবং আবেগ ছিল চোখে পড়ার মতো। অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামীর তত্ত্বাবধানে আয়োজিত ওই স্মরণসভায় বক্তাদের বক্তব্যের মধ্যে দিয়ে শোনা যায় তৃণমূল কংগ্রেসের প্রতি বিশ্বনাথ বাবুর অবদানের কথা। অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, ‘বিশ্বনাথ বাবু বর্তমান প্রজন্মের কাছে অনুপ্রেরণা।’ বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, তার আত্মার শান্তি কামনা করি।’ প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর প্রয়াত বিশ্বনাথ বাবুর কর্মকাণ্ড তুলে ধরে দুঃখ প্রকাশ করেন। তৃণমূল কংগ্রেসের মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ এর কথায় ‘বিশ্বনাথ বাবু এই অঞ্চল সহ ব্লকে যেভাবে কর্ম ক্রিয়া পরিচালিত করে চলেছিল তা নব প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্বরূপ। উপস্থিত ছিলেন স্বর্গীয় বিশ্বনাথ হালদারের সহধর্মিনী কবিতা হালদার সহ তার পরিবার পরিজনেরা, যুব সভাপতি নিরুপম রায়, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সন্ধ্যা ঘোষ, আবুল কালাম আজাদ, দুলাল ভট্টাচার্য, বাবুসোনা, সঞ্জীব পাল, নিতাই ঘোষ, আলম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct