আপনজন ডেস্ক: চুক্তিবদ্ধ দল থেকে বিশ্ব বিখ্যাত অ্যাথলেটরা অবিশ্বাস্য পারিশ্রমিক পেয়ে থাকেন। তাদের মাঠের বাইরের উপার্জনের হিসাব দেখলেও পাঠকের চোখ কপালে উঠবে। তারকা খ্যাতি পুঁজি করে সোশ্যাল মিডিয়া থেকে কাঁড়ি কাঁড়ি অর্থ পেয়ে থাকেন বিশ্বের তাবড় খেলোয়াড়রা। গত বছরের আগস্টে ফুটবল বিষয়ক ইংরেজি পোর্টাল ‘দ্য ফুটবল’-এর প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে সোশ্যাল মিডিয়া থেকে একেকটি পোস্ট থেকে সর্বোচ্চ ২২ কোটি টাকা উপার্জন করে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই তালিকার দুইয়ে লিওনেল মেসি। এ ছাড়াও সেরা দশে রয়েছেন নেইমার, এমবাপ্পে, ডেভিড বেকহ্যাম, লেব্রন জেমস কিংবা ডুয়ানে জনসনদের মতো বিশ্বখ্যাত অ্যাথলেটরা।
মার্সেলো : বিশ্বসেরা ডিফেন্ডারদের তালিকায় রয়েছে মার্সেলোর নাম। দীর্ঘ ১৫ বছর রিয়াল মাদ্রিদে খেলে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন তিনি। স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াতেও অনেক অনুসারী তার। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটদের তালিকায় ১০ নম্বরে বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেজে খেলা এই তারকা। প্রত্যেক স্পন্সরড পোস্টের জন্য ১ লাখ ৯১ হাজার ৩৮৪ ডলার নিয়ে থাকেন মার্সেলো। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ৭ লাখ ৬৫ হাজার টাকারও বেশি।
রোনালদিনহো : বুটজোড়া তুলে রেখেছেন ২০১৫ সালে। খেলার মাঠের উপার্জন সেখানেই থেমেছে রোনালদিনহোর। তবে বিশ্বব্যাপী জনপ্রিয়তার সুবাদে সোশ্যাল মিডিয়া থেকে মোটা অঙ্কের অর্থ পান এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটদের তালিকায় নবম স্থানে রয়েছেন রোনালদিনহো। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডার সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক স্পন্সরড পোস্টের জন্য ২ লাখ ২৩ হাজার ৭৬৯ ডলার নিয়ে থাকেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা।
কিলিয়ান এমবাপ্পে : কিলিয়ান এমবাপ্পের ইনস্টাগ্রামের অনুসারীর সংখ্যা ১০৫.৭ মিলিয়ন। ফেসবুকে তাকে ১৭ মিলিয়ন অ্যাকাউন্ট ফলো করে। আর টুইটারে এমবাপ্পের ফলোয়ার সংখ্যা ৮০ লাখ। অজস্র অনুসারীর কারণে সোশ্যাল মিডিয়া থেকে মোটা অঙ্কের অর্থ পান পিএসজি’র ফরাসি ফরোয়ার্ড। প্রত্যেক স্পন্সরড পোস্ট থেকে ২ লাখ ৪০ হাজার ৫৮৮ ডলার নেন এমবাপ্পে। ভারতীয় মুদ্রায় ২ কোটি ৬১ লাখ টাকারও বেশি। সোশ্যাল মিডিয়ায় সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।
ডেভিড বেকহ্যাম : ফুটবল বিশ্বের ‘মোস্ট স্টাইলিশ’ ফুটবলারদের একজন ভাবা হয় ডেভিড বেকহ্যামকে। ফুটবল নৈপুণ্য ছাড়াও ফ্যাশন সেন্স এবং হ্যান্ডসাম লুকের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয় ইংল্যান্ডের সাবেক এই ফরোয়ার্ড। সোশ্যাল মিডিয়া থেকে উপার্জনকারী অ্যাথলেটদের তালিকায় ৭ নম্বরে রয়েছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি’র হয়ে মাঠ মাতানো বেকহ্যাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেক স্পন্সরড পোস্টের জন্য ২ লাখ ৪৭ হাজার ৭৬৩ ডলার নিয়ে থাকেন তিনি। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার টাকার বেশি।
লেব্রন জেমস : সোশ্যাল মিডিয়া থেকে সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন বাস্কেটবল সুপারস্টার লেব্রন জেমস। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেক স্পন্সরড পোস্টের জন্য ৪ লাখ ২৮ হাজার ৬০১ ডলার নিয়ে থাকেন এনবিএ লীগের দল লস অ্যানজেলেস লেকার্সে খেলা এই তারকা। ভারতীয় মুদ্রায় যা ৪ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৬৬৫ টাকার সমান।
নেইমার : টুইটারে দ্বিতীয় সর্বোচ্চ ফলোয়ার সংবলিত অ্যাকাউন্ট নেইমারের। তাছাড়া ইনস্টাগ্রামে ২১০.৫ মিলিয়ন এবং ফেসবুকে ৯০ মিলিয়ন মানুষ অনুসরণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ভক্ত থাকায় এই প্ল্যাটফরম থেকে মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকেন নেইমার। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক স্পন্সরড পোস্টের জন্য ৫ লাখ ৮৪ হাজার ৯৫৬ ডলার নিয়ে থাকেন পিএসজি তারকা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬ কোটি ৩৪ লাখ ৭০ হাজার টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটদের তালিকায় ৫ম স্থানে রয়েছেন নেইমার।
বিরাট কোহলি : সোশ্যাল মিডিয়া থেকে উপার্জনকারী অ্যাথলেটদের তালিকায় সেরা দশে একমাত্র ক্রিকেটার বিরাট কোহলি। এই তালিকায় চার ভারতীয় ব্যাটার। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক স্পন্সরড পোস্টের জন্য ৬ লাখ ৯৪ হাজার ৫০৯ ডলার পেয়ে থাকেন তিনি। ভারতীয় মুদ্রায় যা ৭ কোটি ৫৩ লাখ ৫৬ হাজার ৫৮৭ টাকার সমান। ইনস্টাগ্রামে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পরই সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার এই ভারতীয় ক্রিকেটারের। বাইশ গজে ব্যাট হাতে ছন্দ দেখানো কিং কোহলিকে টুইটারে ৫৩ মিলিয়ন অ্যাকাউন্ট ফলো করে। ফেসবুকে ৫১ মিলিয়ন মানুষ অনুসরণ করেন ভারতের সাবেক অধিনায়ককে।
ডুয়ানে জনসন : বিশ্বব্যাপী ‘রক’ নামেই বেশি জনপ্রিয় ডুয়ানে জনসন। রেসলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অ্যাথলেট বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছেন হলিউড অঙ্গন। সাবেক এই রেসলার এবং অভিনেতা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক স্পন্সরড পোস্ট থেকে ১ মিলিয়ন ডলার নিয়ে থাকেন। ভারতীয় মুদ্রায় যা ১০ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার টাকার সমান। সোশ্যাল মিডিয়া থেকে সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটদের তালিকায় তিনে রয়েছেন ডুয়ানে জনসন ওরফে রক।
লিওনেল মেসি : ইনস্টাগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ফলোয়ার লিওনেল মেসির। ফেসবুকে ১১৫ মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করেন। আর্জেন্টাইন সুপারস্টারের নেই কোনো টুইটার অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকেই সব উপার্জন মেসির। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক স্পন্সরড পোস্ট থেকে এক মিলিয়ন ডলারের বেশি অর্থ নিয়ে থাকেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এতে সোশ্যাল মিডিয়া থেকে উপার্জনকারী অ্যাথলেটদের তালিকায় দুইয়ে রয়েছেন মেসি।
ক্রিস্টিয়ানো রোনালদো : ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা টুইটার- সব প্ল্যাটফরমেই সবচেয়ে বেশি অনুসারী ক্রিস্টিয়ানো রোনালদোর। অসংখ্য ফলোয়ার থাকায় বাকি সবার চেয়ে সোশ্যাল মিডিয়া থেকে উপার্জনও বেশি পর্তুগিজ সুপারস্টারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেক স্পন্সরড পোস্ট থেকে ২ মিলিয়ন ডলার নিয়ে থাকেন আল নাসর তারকা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২২ কোটি টাকা। বলার বাকি থাকছে না, সোশ্যাল মিডিয়া থেকে সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটদের তালিকায় শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct