সেখ লিয়াকত হোসেন, হাওড়া, আপনজন: ছাত্র সংগঠন এসআইও-র হাওড়া জেলা সমাবেশ অনুষ্ঠিত হল রবিবার বাউড়িয়ার কেঠুয়া পুলে! সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য বিগত ১৫ দিন ব্যাপী “তোমরা সত্যের ওপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হও ইনসাফের সাক্ষ্য দাতা হয়ে যাও। “ শীর্ষক একটি ক্যাম্পেন পরিচালনা করে। রবিবার এই ক্যাম্পেনের শেষ সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনের সর্বভারতীয় সভাপতি রামিজ ই,কে,-র উপস্থিতিতে। তিনি তাঁর বক্তব্য দেশকে আদর্শ ছাত্র সমাজ উপহার দেওয়ার লক্ষেই এস, আই,ও, কাজ করছে বলে জানান। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র হত্যার ঘটনার নিন্দা করেন। পৃথিবীর যে প্রান্তেই মানুষ জালিমের অত্যাচারের শিকার হয়, এসআইও তার প্রতিবাদ করে। জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি মশিহুর রহমান তাঁর বক্তব্যে দেশের বিভিন্ন স্তরে দুর্নীতি উল্লেখ করে বলেন, আল্লাহ নিকট জবাবদিহির চেতনা নেই বলে হয়। এস, আই,ও, সৎ,চরিত্রবান ছাত্র দেশকে উপহার দিয়ে দেশকে দূর্নীতি মুক্ত করতে চায়। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক আব্দুল ওয়াকিল, রাজ্য ক্যাম্পাস সম্পাদক এহসানুর রহমান,রাজ্য সভাপতি এস,মামুন, জেলা সভাপতি আমিরুল ইসলাম, জামায়াতের সাবেক রাজ্য সভাপতি রহমত আলি খাঁন, জেলা নাজিম নূর আহম্মদ মোল্লা প্রমূখ। এসআইওর অভিযোগ, পুলিশ প্যান্ডেল নিয়ে আপত্তি জানায়। আবশেষে ফিলিস্তিনের পক্ষে কথা না বলার শর্তে অনুমতি মেলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct